বাংলা নিউজ > টেকটক > আপনার জন্য আগেই শুরু হবে Flipkart Big Billion Days Sale, শুধু মানতে হবে এই শর্ত

আপনার জন্য আগেই শুরু হবে Flipkart Big Billion Days Sale, শুধু মানতে হবে এই শর্ত

ফ্লিপকার্ট 'বিগ বিলিয়ন ডে'জ' সেল নিয়ে আগ্রহ ক্রমশ বাড়ছে। (ছবিটি প্রতীকী, সৌজন্য রয়টার্স)

শুধু তাই নয়, কয়েকটি সামগ্রীতে ১০,০০০ টাকা পর্যন্ত বাড়তি ছাড়ও পেয়ে যেতে পারেন।

ফ্লিপকার্ট 'বিগ বিলিয়ন ডে'জ' সেল নিয়ে আগ্রহ ক্রমশ বাড়ছে। তারইমধ্যে বিশেষ সুখবর আছে গ্রাহকদের জন্য। আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার ২৪ ঘণ্টা আগে থেকেই 'বিগ বিলিয়ন ডে'জ' সেলের সুবিধা নিতে পারবেন ক্রেতারা। সেজন্য তাঁদের শুধুমাত্র 'ফ্লিপকার্ট প্লাস'-এর (Flipkart Plus) সদস্য হতে হবে।

'ফ্লিপকার্ট প্লাস' হলে যেমন ২৪ ঘণ্টা আগেই 'বিগ বিলিয়ন ডে'জ'-এ কেনাকাটি করতে পারবেন, তেমনই কোনও ডেলিভারি চার্জ লাগবে না। মিলবে ছাড়ও। আসবাবপত্র এবং জুতোর ক্ষেত্রে বাড়তি ২০ শতাংশ পর্যন্ত পাবেন 'ফ্লিপকার্ট প্লাস' সদস্যরা। কয়েকটি নির্দিষ্ট ওয়াশিং মেশিনের ক্ষেত্রে ১০,০০০ টাকা বাড়তি ছাড় মিলবে। একইভাবে কয়েকটি নির্দিষ্ট ক্যামেরার ক্ষেত্রে ১,৫০০ টাকা পর্যন্ত বাড়তি ছাড় পাবেন 'ফ্লিপকার্ট প্লাস' সদস্যরা। সেজন্য কয়েকটি কয়েন দিতে হবে। এছাড়াও ফ্লিপকার্টের তরফে জানানো হয়েছে, 'ফ্লিপকার্ট প্লাস' সদস্যরা এক টাকা, ৪৯ টাকা, ৯৯ টাকা এবং ১৯৯ টাকায় সামগ্রী কেনার সুযোগ মিলবে।

সম্প্রতি আনুষ্ঠানিকভাবে 'বিগ বিলিয়ন ডে'জ' সেলের ঘোষণা করেছে ওয়ালমার্টের মালিকাধীন ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট। কবে থেকে সেল শুরু হবে, তার নির্দিষ্ট দিনক্ষণ জানানো হয়নি। তবে ক্রেতাদের আগ্রহ বাড়াতে ইতিমধ্যে কয়েকটি ক্ষেত্রে কত ছাড় মিলবে, সেই ইঙ্গিত দেওয়া হয়েছে। বৈদ্যুতিন সামগ্রী এবং অ্যাকসেসরিজে যেমন ৮০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া পেতে পারেন ক্রেতারা। সেই তালিকায় আছে ল্যাপটপ, হেলথকেয়ার ডিভাইস, স্মার্টওয়াচ এবং পাওয়ারব্যাঙ্কের মতো সামগ্রী। NVIDIA RTX 3050 গ্রাফিক্স কার্ড, বিভিন্ন TWS earbuds, স্মার্টওয়াচ-সহ অন্যান্য প্রচুর জিনিসে ছাড় মিলবে।

জামাকাপড়ে মোটামুটি ৬০ থেকে ৮০ শতাংশ ছাড় মিলবে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে। খাবার-সহ বাড়ি এবং রান্নার বিভিন্ন সামগ্রীর দাম শুরু হবে ৯৯ টাকা থেকে। আসবাবপত্র, তোষকের মতো সামগ্রীতে ৮৫ শতাংশ পর্যন্ত ছাড় মিলবে। ফ্লিপকার্টের স্মার্ট অ্যাপ্লায়েন্স, খেলনায় ৮০ শতাংশ পর্যন্ত ছাড় মিলতে পারে। বিভিন্ন ক্যাটেগরিতে ৭০ শতাংশ পর্যন্ত ছাড় পেতে পারেন ক্রেতারা।

তারইমধ্যে স্মার্টফোনের ক্ষেত্রে আইফোন ১২, আইফোন ১২ মিনি এবং আইফোন ১২ এসইতে ছাড় মিলবে ফ্লিপকার্টে। ইতিমধ্যে ফ্লিপকার্টে কম দামে মিলছে আইফোন ১২ সিরিজ। এছাড়াও 'বিগ বিলিয়ন ডে'জ' সেলের সময় স্যামসাং (Samsung), অপ্পো (Oppo) এবং ভিভোর (Vivo) মতো ফোনেও বড়সড় ছাড় মিলবে।

বিশেষ ছাড় এবং ক্যাশব্যাক

আইসিআইসিআই ব্যাঙ্ক এবং অ্যাঙ্কিস ব্যাঙ্কের কার্ডের মাধ্যমে সেই 'বিগ বিলিয়ন ডে'জ' সেলে ছাড় মিলবে। জিনিসপত্র কেনার সময় পেটিএম ওয়ালেট এবং ইউপিআইয়ের মাধ্যমে নিশ্চিত ক্যাশব্যাক পাবেন গ্রাহকরা।

টেকটক খবর

Latest News

অস্ত্রোপচারের ৪ মাস পর মাঠে ফিরলেন শার্দুল ঠাকুর, ব্যর্থ নজর কাড়তে বাংলাদেশকে হারাতে নেটে বিশেষ অস্ত্রে শান দিলেন রোহিত, ব্যবহার করবেন ম্যাচে? 'মনে হয় আমি প্রমাণ করে দিয়েছি',ODI সিরিজ শুরুর আগে নতুন অধিনায়ককে বার্তা লিয়ামের সন্দীপের পলিগ্রাফে আরও ঘনীভূত রহস্য, ঠিক কী তথ্য গোপন করছেন ধন্ধে সিবিআই কন্যায় সূর্যের প্রবেশে বহু রাশির অর্থভাগ্য তুঙ্গে থাকবে! লাকি কারা? মমতার বিরুদ্ধে কুৎসা যারা করছে, তাদের ঝাঁটা পেটা করার নিদান মালদার TMC নেত্রীর ‘‌দুপক্ষেরই শুভবুদ্ধির উদয় হোক’‌, নম্র আবেদন নির্যাতিতার বাবা–মার সমুদ্রে মাছ ধরতে গিয়ে নিখোঁজ ৪৯ জন মৎসজীবী, হেলিকপ্টার দিয়ে তল্লাশি বিশ্বভারতীর ছাত্রীর রহস্য মৃত্যুতে বেনিয়াপুকুরে গ্রেফতার দুই LIVE: বাসের সামনে ও পিছনে পাইলট কার! কালীঘাটের পথে জুনিয়র ডাক্তাররা, আজ বৈঠক?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.