বাংলা নিউজ > টেকটক > প্যাকেজ ডেলিভারির মেসেজের আড়ালে ফোনে থাবা ভয়ঙ্কর FluBot ম্যালওয়ারের!

প্যাকেজ ডেলিভারির মেসেজের আড়ালে ফোনে থাবা ভয়ঙ্কর FluBot ম্যালওয়ারের!

প্যাকেজ ডেলিভারির মেসেজের আড়ালে ফোনে থাবা ভয়ঙ্কর FluBot ম্যালওয়ারের! (ছবি সৌজন্য টুইটার @CERTNZ এবং গেটি ইমেজস)

কীভাবে সতর্ক থাকবেন?

প্রথমে আসছে প্যাকেজ ডেলিভারির মেসেজে। তাতে ক্লিক করলেই 'ওয়ার্নিং' দেখাচ্ছে। বলা হচ্ছে, 'FluBot ম্যালওয়ারের কবলে পড়েছে আপনার ডিভাইস।'

এমন কোনও মেসেজ এসেছে আপনার অ্যান্ড্রয়েড ফোনে? তাহলে সাবধান। ভুল করেও ফাঁদে পা দেবেন না। আদতে সেইরকম মেসেজের মাধ্যমে আপনার ফোনে হানা দিচ্ছে হ্যাকাররা। 

বিশেষজ্ঞরা জানিয়েছেন, আবারও ফিরে এসেছে FluBot ম্যালওয়ার। যা বিশ্বজুড়ে অসংখ্য অ্যান্ড্রয়েড ফোনে থাবা বসাচ্ছে। FluBot ম্যালওয়ারের মাধ্যমে সাধারণত 'ভয়েস মেল' শোনার জন্য অ্যান্ড্রয়েড ফোনে লিঙ্ক-সহ মেসেজ পাঠানো হয়। কিন্তু এবার সেই পন্থা পালটে ফেলেছে হ্যাকাররা। নয়া উপায়ে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের ফাঁদে ফেলার কৌশল নিয়েছে। এমনভাবেই সেই কৌশল তৈরি করা হয়েছে, যাতে ব্যবহারকারীরা নিজেরাই নিজেদের ফোনে FluBot ম্যালওয়ার ডাউনলোড করবেন। যতক্ষণে তাঁরা টের পাবেন, ততক্ষণে ব্যবহারকারীর ফোনে থাবা বসিয়ে ফেলবে ম্যালওয়ার।

মাসখানেক আগে তথ্যপ্রযুক্তি সুরক্ষা সংক্রান্ত সংস্থা ট্রেন্ড মাইক্রো জানায়, কীভাবে ভুয়ো 'ভয়েস মেল' মেসেজ পাঠিয়ে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের ফাঁদে ফেলা হচ্ছে। এবার নিউজিল্যান্ডের কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স টিম (সার্ট নিউজিল্যান্ড) জানিয়েছে, ফোনে মেসেজে পাঠিয়ে ব্যবহারকারীদের ফাঁদে ফেলছে FluBot ম্যালওয়ার। প্রাথমিকভাবে একটি প্যাকেজের ডেলিভারি সংক্রান্ত মেসেজ পাঠানো হচ্ছে। সেই লিঙ্কে ক্লিক করলেই একটি 'ওয়ার্নিং' দেখাচ্ছে। তাতে লেখা হচ্ছে, 'FluBot ম্যালওয়ারের কবলে পড়েছে আপনার ডিভাইস।...FluBot থেকে মুক্ত হওযার জন্য আপনাকে অবশ্যই একটি অ্যান্ড্রয়েড সিকিউরিটি আপডেট করতে হবে।' সেইসঙ্গে 'Install Security Update' দেওয়া থাকছে। সেই লিঙ্কে ক্লিক করলেই অপেক্ষা করে আছে বিপদ। তারপর অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের কনট্যাক্ট ঘেঁটে অন্যদের কাছেও সেই মেসেজ পাঠানো হচ্ছে। ক্রমশ বিভিন্ন পাসওয়ার্ড, লগইন সংক্রান্ত তথ্য হাতিয়ে নেয় FluBot ম্যালওয়ার।

কীভাবে FluBot ম্যালওয়ার থেকে রক্ষা পাবেন?

আপনার ফোনের স্ক্রিনে আসা কোনও সিকিউরিটি আপডেট ডাউনলোড করবেন না। এরকম সিকিউরিটি আপডেটের ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে ব্যবহারকারীদের কোনও ফাইল ডাউনলোড করতে হয় না। বা আপনাকে ইনস্টল করতে হয় না। তবে বিশেষজ্ঞরা জানিয়েছেন,'ওয়ার্নিং' পেজ দেখানো মানেই FluBot ম্যালওয়ার আপনার ফোনে থাবা বসায়নি। ম্যালওয়ার থাবা বসিয়েছে ভেবে সেই ভুয়ো নির্দেশ মেনে কোনও কাজ করলে তখন আপনার ফোনে ঢুকে যাবে FluBot।

তা সত্ত্বেও কোনও ব্যবহারকারীর ফোনে যদি FluBot ম্যালওয়ার থাবা বসায়, তাহলে কোনও অ্যাকাউন্টে লগ-ইন করবেন না। বা পাসওয়ার্ড দেবেন না। আগে পুরো ফোন রিসেট করতে হবে।

টেকটক খবর

Latest News

সামনে গম্ভীর, পিছনে বিরাট- ‘আগুনে পেট্রোল’ ঢালল KKR! কী হবে ভেবে কাঁপছে নেটপাড়া ৬ বছরের ছোট শোভনের সঙ্গে প্রেম নিয়ে অকপট, বিয়ের কথা উঠতেই সোহিনী বললেন… কোরি অ্যান্ডারসনের সঙ্গে আমেরিকার জাতীয় দলে দুই 'ভারতীয়', জায়গা হল না উন্মুক্তের ভোটের আগেই জিতলেন মুখ্য়মন্ত্রী, অরুণাচলে খুশিতে ভাসছে বিজেপি আতঙ্কের নয়া নাম 'BIN অ্যাটাক', এই ব্যাঙ্কের ক্রেডিট কার্ড গ্রাহকদের মাথায় হাত KKR বধ করতে সবুজ পিচ তৈরি RCB-র, মাথায় হাত গম্ভীরের,কোন নাইট স্পিনার বাদ পড়বেন? ‘‌পায়ে হাত দিয়ে প্রণাম করে আশীর্বাদ নিলাম’‌, বিজেপিতে ফিরে মুকুল সাক্ষাতে অর্জুন ‘মোদী ভাঁওতাবাজ’! আদর্শ আচরণবিধি ভঙ্গের অভিযোগে নির্বাচন কমিশনে নালিশ তৃণমূলের রাম নবমীর পরেই আসতে চলেছে হনুমান জয়ন্তী, জেনে নিন এই দিনের ধর্মীয় গুরুত্ব ফের চালু বাউড়িয়া-বজবজ ফেরি পরিষেবা, খুশি যাত্রীরা, বানের জলে ভেসে গিয়েছিল জেটি

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.