Gmail Down: আপনার Gmail খুলছে না? ইমেল যাচ্ছে না আপনার? সেটার পিছনে এই কারণটা নেই তো? কারণ বিশ্বের বিভিন্ন প্রান্তের ব্যবহারকারীরা দাবি করেছেন, তাঁরা জিমেল ব্যবহারের ক্ষেত্রে সমস্যায় পড়ছেন।
1/3বিভ্রাটের মুখে পড়ল Gmail বা জিমেল। বিশ্বজুড়ে বিভিন্ন প্রান্তের ইউজারদের একাংশ অভিযোগ জানাচ্ছেন যে তাঁরা জিমেল ব্যবহার করতে পারছেন না। সমস্যা হচ্ছে। তবে অনেকেই দাবি করেছে যে তাঁদের পরিষেবা পুরোপুরি স্বাভাবিক আছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pixabay)
2/3অনলাইনে বিভিন্ন পরিষেবা ব্যাহত হওয়ার উপর নজরদারি সংস্থা ‘ডাউন ডিটেক্টর’ (Downdetector)-র তরফে জানানো হয়েছে, জিমেলের পরিষেবা ব্যাহত হয়েছে বলে শনিবার রাত ৮ টা ১৭ মিনিটে ৩২৬ টি অভিযোগ জমা পড়েছে। যা ৮ টা ৪৭ মিনিটে কমে ঠেকেছে ৩১০। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pixabay)
3/3'হিন্দুস্তান টাইমস'-র প্রতিবেদন অনুযায়ী, ভারতেও অনেকে অভিযোগ করেছেন যে তাঁরা ইমেল করতে পারছেন না। মেল না গেলেও কোনও বার্তা দেওয়া হচ্ছে না। এক নেটিজেন অভিযোগ করেছেন, 'জিমেল পরিষেবা ব্যাহত হয়েছে। শুধু যে আপনার পরিষেবা ব্যাহত হয়েছে, সেটা নয়।' (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি)