বাংলা নিউজ > টেকটক > Hackers get money from Google: কর্মীর ভুলেই স্বঘোষিত হ্যাকারের অ্যাকাউন্টে ২ কোটি টাকা, দাবি Google-র

Hackers get money from Google: কর্মীর ভুলেই স্বঘোষিত হ্যাকারের অ্যাকাউন্টে ২ কোটি টাকা, দাবি Google-র

মানুষের ভুলের কারণেই স্বষোষিত হ্যাকারের কাছে দু'কোটি টাকা চলে গিয়েছে। এমনটাই জানাল গুগল। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এপি)

Hackers get money from Google: সম্প্রতি স্যাম কারি নামে এক ব্যক্তি টুইটারে দাবি করেছিলেন, তাঁকে ভুলবশত টাকা পাঠিয়েছে গুগল। সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ওই ব্যক্তি নিজেকে হ্যাকার হিসেবে দাবি করেছেন।

মানুষের ভুলের কারণেই স্বষোষিত হ্যাকারের কাছে দু'কোটি টাকা চলে গিয়েছে। এমনটাই জানাল গুগল। সেইসঙ্গে বহুজাতিক সংস্থার তরফে জানানো হয়েছে, সেই টাকা ফেরত নেওয়ার প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে। তবে কীভাবে টাকা ফেরত নেওয়া হবে, সে বিষয়ে বিস্তারিতভাবে কিছু জানানো হয়নি।

সম্প্রতি স্যাম কারি নামে এক ব্যক্তি টুইটারে দাবি করেছিলেন, তাঁকে ভুলবশত টাকা পাঠিয়েছে গুগল। সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ওই ব্যক্তি নিজেকে হ্যাকার হিসেবে দাবি করেছেন। গত বুধবার ওই ব্যক্তি টুইটারে বলেন, ‘গুগল আমায় এমনি-এমনি ২৪৯,৯৯৯ ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় দু'কোটি টাকা) পাঠানোর পর তিন সপ্তাহের বেশি কেটে গিয়েছে। কিন্তু এখনও আমার সঙ্গে যোগাযোগ করা হয়নি। গুগলের সঙ্গে যোগাযোগের কোনও উপায় আছে? আপনারা যদি টাকা ফেরত না চান, তাহলে ঠিক আছে।’

আরও পড়ুন: Google Doodle on Queen Elizabeth II: ইন্টারনেট কাজ করছে না নাকি! রবিবার Google Doodle নিয়ে সংশয়ে অনেকেই, কারণটি কী

সেই টুইট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। তারপর গুগলের তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘মানুষের ভুলের কারণে আমরা সম্প্রতি একজনকে টাকা দিয়ে ফেলেছিল। বিষয়টি দ্রুত আমাদের জানান ওই ব্যক্তি। যে বিষয়টির প্রশংসা করছি আমরা। সেই ভুল সংশোধনের চেষ্টা করছি।’ তবে কীভাবে সেই টাকা ফেরত নেওযার প্রক্রিয়া শুরু হয়েছে, তা গুগলের তরফে বিস্তারিতভাবে জানানো হয়নি।

আরও পড়ুন: Warning about Google Chrome Web Browser: গুগল ক্রোম ব্যবহার করেন? সাবধান! হ্যাক হতে পারে আপনার কম্পিউটার, বলল কেন্দ্র

উল্লেখ্য, একটি ব্লকচেন টেকনোলজি সংস্থা ইউগা ল্যাব নামে স্টাফ সিকিউরিটি ইঞ্জিনিয়ার স্যাম দাবি করেছিলেন, একটি নির্দিষ্ট মাধ্যমে গুগল এবং অন্যান্য সংস্থার হয়ে কখনও-কখনও  কাজ করেছেন। তবে কোন পার্ট-টাইম কাজের কারণে সেই টাকা দেওয়া হয়েছে, তা এখনও বুঝতে পারেননি বলে দাবি করেছিলেন স্যাম। তিনি বলেছিলেন, ‘(গুগল) যে টাকা দিয়েছে, সেটা এখনও খরচ করার সুযোগ আছে। যদি ওরা ফেরত নিতে চায়, সেটার জন্য আমি স্রেফ ওটা রেখে দিয়েছি।’

বন্ধ করুন