বাংলা নিউজ > টেকটক > দেশের প্রথম কৃত্রিম উপগ্রহ তাঁরই অবদান, শ্রদ্ধায় Google Doodle

দেশের প্রথম কৃত্রিম উপগ্রহ তাঁরই অবদান, শ্রদ্ধায় Google Doodle

ছবি: গুগল (Google) (Google)

রামাচন্দ্রর প্রচেষ্টায় বদলে যায় ভারতের যোগাযোগ ব্যবস্থার চিত্র। দেশজুড়ে সংযুক্ত হয় শহর ও গ্রামগুলি। উন্নত হয় টেলিভিশন। আবহাওয়ার পূর্বাভাসও সেই প্রথম মিলতে শুরু করে।

ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের সাফল্যের পেছনে ছিল তাঁরই হাত। তাই মহাকাশবিজ্ঞানী উদুপী রামাচন্দ্র রাও-র ৮৯তম জন্মবার্ষিকীতে, তাঁকে স্মরণ ও শ্রদ্ধা Google-এর।

চার বছর আগে, ২০১৭ সালে জীবনাবসান হয় উদুপী রামাচন্দ্র রাও-র। কিন্তু তাঁর কীর্তি চিরকাল অমর হয়ে থাকবে ভারতীয় মহাকাশবিজ্ঞানের ইতিহাসে।

ছবি : ইসরো (ISRO)
ছবি : ইসরো (ISRO) (ISRO)

আজকের দিনেই ১৯৩২ সালে কর্ণাটকের এক প্রত্যন্ত গ্রামে জন্ম তাঁর। ছোট থেকেই মেধাবী ছাত্র ছিলেন। পেশাগত যাত্রা শুরু করেন কসমিক রে ফিজিসিস্ট হিসাবে। সেখানে তাঁর শিক্ষক ছিলেন ডঃ বিক্রম সারাভাই, ভারতের স্পেস প্রোগ্রামের এক অন্যতম পথিকৃত।

ডক্টরেট-এর পর মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি দেন। সেখানে নাসার পাইয়োনিয়ার ও এক্সপ্লোরার কৃত্রিম উপগ্রহের উপর কাজ করেন।

মার্কিন যুক্তরাষ্ট্রে লোভনীয় বেতন ছেড়ে ১৯৬৬ সালে দেশে ফিরে আসেন রামাচন্দ্র। ভারতেই শুরু করেন মহাকাশ বিজ্ঞানের গবেষণা। কাজ শুরু করেন ফিজিকাল রিসার্চ ল্যাবরেটরির হাই-এনার্জি অ্যাস্ট্রনমি প্রোগ্রাম-এর উপর।

দেশের প্রথম কৃত্রিম উপগ্রহ প্রকল্পের নেতৃত্বে ছিলেন তিনি। ১৯৭৫ সালে ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ আর্যভট্ট প্রেরণে মূল কান্ডারি ছিলেন রামাচন্দ্রই। এরপর তিনি ইসরোর চেয়ারম্যান থাকাকালীন আরও প্রায় ২০টি কৃত্রিম উপগ্রহ সফলভাবে মহাকাশে প্রেরিত হয়।

রামাচন্দ্রর এই প্রচেষ্টায় বদলে যায় ভারতের যোগাযোগ ব্যবস্থার চিত্র। দেশজুড়ে সংযুক্ত হয় শহর ও গ্রামগুলি। উন্নত হয় টেলিভিশন। আবহাওয়ার পূর্বাভাসও সেই প্রথম মিলতে শুরু করে।

এখন যে পিএসএলভি (Polar Satellite Launch Vehicle) রকেটের কথা খুব শোনা যায়, তাঁর পেছনেও কৃতিত্ব তাঁরই। এখনও পর্যন্ত এই প্রযুক্তি ব্যবহার করে মহাকাশে ২৫০-রও বেশি কৃত্রিম উপগ্রহ প্রেরিত হয়েছে। এই পিএসএলভি দিয়েই ২০১৩ সালে মঙ্গলযানের উত্ক্ষেপণ করা হয়।

মহাকাশবিজ্ঞান ও কৃত্রিম উপগ্রহের ক্ষেত্রে ভারতের অবস্থান বিশ্ব মঞ্চে প্রথম সারিতে আনার পেছনে তাঁর গুরুত্ব অসীম। তাঁর এই অবদানের কথা মনে করে তাঁকে 'স্যাটেলাইট ম্যন অফ ইন্ডিয়া' বলা হয়।

টেকটক খবর

Latest News

কাঙ্কের লোকসভা কেন্দ্র ২০২৪: ভোটের ফ্যাক্টর, অতীতের ফলাফল - একনজরে সব তথ্য রাজনন্দগাঁও লোকসভা কেন্দ্র ২০২৪: হারের হ্যাটট্রিক আটকানোই টার্গেট বাঘেলের রাহুল,হেমাদের ভাগ্য নির্ধারিত হবে দ্বিতীয় দফার ভোটে,নজরকাড়া কেন্দ্র কোনগুলি? ভাগলপুর লোকসভা কেন্দ্র ২০২৪: একদা গড়ে ফের জয়ের আশায় কংগ্রেস কাটিহার লোকসভা কেন্দ্র ২০২৪: অতীতে বারবার হয়েছে হাতবদল, এবার প্রেস্টিজ ফাইট ১৯বলে ঝোড়ো অর্ধশতরান,উথাপ্পার নজির ছুঁলেন পাতিদার,অল্পের জন্য মিস গেইলের রেকর্ড ভোটের আগে হেল্পলাইন নম্বর চালু করল বিজেপি, উত্তরবঙ্গকে দেওয়া হচ্ছে বিশেষ নজর মার্শের বদলে দিল্লি ক্যাপিটালসে আফগানিস্তানের 'পুরনো চাল', আগে কখনও IPL খেলেননি কোথায় বসছে আদৃত-কৌশাম্বির বিয়ের আসর? ঘুরে দেখুন রাজকীয় ভেনুর অন্দরমহল, খরচ কেমন? টাঙ্গাইল শাড়ি তুমি কার?‌ দু’‌দেশের মধ্যে রয়েছে দড়ি টানাটানি, জিআই তকমা বাংলাদেশে

Latest IPL News

মার্শের বদলে দিল্লি ক্যাপিটালসে আফগানিস্তানের 'পুরনো চাল', আগে কখনও IPL খেলেননি IPL 2024: লক্ষ্যে সফল, কোহলির থেকে দ্বিতীয় ব্যাট আদায় করেই ছাড়লেন নাছোড় রিঙ্কু ইডেন থেকে চিপক, হোম অ্যাডভান্টেজ কাজে লাগাতে কতটা সহায়তা করছে পিচ? 'Don't spread nonsense', মিথ্যে উদ্ধৃতির অভিযোগে এক ওয়েবসাইটকে ধুয়ে দিলেন রায়াডু তুমি কত টাকা চাও, জিজ্ঞেস করেছিল স্কাই স্পোর্টস, উত্তর শুনে পালিয়েছে, বললেন বীরু কোন যোগ্যতায় IPL-এর কমেন্ট্রি করেন প্রেরণা? ট্রোল হতেই জবাব এল, 'লোকের ফেটেছে' DC vs GT: রোহিতের কথায় সায় অক্ষরের,ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়মে বিপাকে অলরাউন্ডাররা পরীক্ষিত সৈনিকেই ভরসা, বিশ্বকাপে জায়গা হচ্ছে না রিয়ান, মায়াঙ্কদের প্রথমে ভেবেছিলাম ১৮০ করব, তারপর পন্ত বলল… ঋষভের আত্মবিশ্বাস দেখে অবাক আমরে বিধ্বংসী মেজাজে ব্যাট করার পরেও ক্ষমা চাইলেন পন্ত, কিন্তু কার কাছে, কেন? -ভিডিয়ো

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.