ডিজিটাল সংবাদমাধ্যমের প্রতিবেদন ফিচার করার জন্য সঠিক মূল্য প্রদান করুক Google। দেশের ডিজিটাল সংবাদমাধ্যমগুলির এই আর্জি অবশেষে মেনে নিল বিশ্বের বৃহত্তম সার্চ ইঞ্জিন। মঙ্গলবার ভারতে চালু হল Google-এর আন্তর্জাতিক লাইসেন্সিং প্রোগ্রাম News Showcase ।
প্রাথমিকভাবে Google এই উদ্দেশ্যে দেশের ৩০টি প্রথম সারির ডিজিটাল সংবাদমাধ্যমের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে। এর মধ্যে রয়েছে হিন্দুস্তান টাইমস ডিজিটাল স্ট্রিমস, দ্য হিন্দু গ্রুপ, ইন্ডিয়ান এক্সপ্রেস গ্রুপ, এবিপি লাইভ, ইন্ডিয়া টিভি, NDTV, জি নিউজ, অমর উজালা, ডেকান হেরাল্ড, টেলিগ্রাফ ইন্ডিয়া, পাঞ্জাব কেশরী, ইন্দো এশিয়ান নিউজ সার্ভিসেস এবং এশিয়ান নিউজ নেটওয়ার্ক।
Google News-এ নিউজ শোকেস-এ স্টোরি প্যানেল-এ এবার থেকে এই সংবাদমাধ্যমের কনটেন্ট রাখবে গুগল। ইংরাজি ও হিন্দি, দুই ভাষাতেই সংবাদ পড়া যাবে। শীঘ্রই অন্যান্য স্থানীয় ভাষাও যোগ করা হবে বলে জানা গিয়েছে।
কিছুটা সীমিত সংখ্যার পেওয়ালড কনটেন্ট শো করার জন্যও পাবলিশারদের রেভেনিউ দেবে গুগল।
গত বছর অক্টোবরে ডিজিটাল সংবাদমাধ্যমে নতুন গতি আনার উদ্দেশ্যে এই উদ্যোগ গ্রহণ করে গুগল। এর মাধ্যমে নিউজ কনটেন্ট থেকে গুগল-এর যে বিশাল অ্যাড রেভেনিউ হয়, তার আরও বেশি ভাগ পাবে সংবাদমাধ্যমগুলি। গুগল সংবাদমাধ্যমগুলির স্টোরি ফিচার করার জন্যও অর্থ প্রদান করবে।
এর পাশাপাশি কমবে ফেক নিউজের সংখ্যাও। বড় সংবাদমাধ্যমের প্রতিবেদনগুলি চাহিদামাফিক তুলে ধরবে গুগল।
গুগল নিউজের প্রোডাক্ট ম্যানেজমেন্টের ভাইস প্রেসিডেন্ট ব্র্যাড বেন্ডার জানান, এ বিষয়ে প্রতিটি সংবাদমাধ্যমের সঙ্গে আলাদা আলাদা করে আলোচনা করা হচ্ছে।
যদিও গুগলের এই সিদ্ধান্তে সম্পূর্ণ খুশি নয় কোনও কোনও সংবাদমাধ্যমে। নাম প্রকাশে অনিচ্ছুক এক বৃহত্ সংবাদমাধ্যমের আধিকারিক জানান, 'নিউজ শোকেস-এ গুগল নির্দিষ্ট কিছু প্রতিবেদন রাখবে। তার বদলে টাকা দেবে। কিন্তু সার্চ ইঞ্জিনে যে প্রতিবেদন গুলো পাওয়া যাবে, তার বদলে কিন্তু কোনও টাকা দেওয়া হবে না।'
তিনি বলেন, 'খবরের যে প্রতিবেদনগুলি সার্চ করে পাওয়া যায়, সেগুলি মনেটাইজ করে গুগল। কিন্তু তার থেকে সেই সংবাদ সংস্থা কোনও টাকা পায় না। ওঁদের(গুগল) উচিত্ আরও বেশি টাকা দেওয়া এবং সঠিক খবর সম্পাদনার জন্য দাম দেওয়া।'
শুধু তাই নয়, ওই আধিকারিকের মতে, এতে সংবাদমাধ্যমগুলির কোনও বিশেষ লাভ হবে না। তাঁর মতে, 'সংবাদসংস্থাগুলির কনটেন্টের উপর ভর করে গুগল আগের মতোই মুনাফা করতে থাকবে।'
অন্যদিকে NDTV-র ডিজিটাল মাধ্যমের প্রধান সুপর্ণা সিং ভিন্ন মত প্রকাশ করেন। তিনি বলেন, 'নিউজ শোকেস আমাদের প্রিমিয়াম কনটেন্টকে নির্দিষ্ট পাঠকদের কাছে তুলে ধরবে। গুগলের সাংবাদিকতাকে সমর্থনের এই প্রয়াসকে সাধুবাদ জানাই।'