বাংলা নিউজ > টেকটক > Google I/O event: মেল লেখা থেকে Google Maps, সবেতেই AI কাজে লাগানো হবে, বড় ঘোষণা সুন্দর পিচাইয়ের

Google I/O event: মেল লেখা থেকে Google Maps, সবেতেই AI কাজে লাগানো হবে, বড় ঘোষণা সুন্দর পিচাইয়ের

ফাইল ছবি: এএফপি (AFP)

কৃত্রিম বুদ্ধিমত্তাই ভবিষ্যত। এটি কেন্দ্র করেই আগামীর প্রযুক্তি গড়ে উঠবে বলে মনে করা হচ্ছে। এমতাবস্থায় এখন থেকেই সেই ক্ষেত্রে কোমর বেঁধে নেমেছে বিশ্বের তাবড় প্রযুক্তি সংস্থা। তাতে সামিল Google-ও। বুধবার ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউ-তে Google I/O ইভেন্টের সূচনা করেন অ্যালফাবেট CEO সুন্দর পিচাই।

Google CEO সুন্দর পিচাই বুধবার ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউ-এ শোরলাইন অ্যাম্ফিথিয়েটারে সীমিত লাইভ দর্শকদের সামনে অত্যন্ত প্রত্যাশিত Google I/O ইভেন্টটি খোলেন৷ টেক জায়ান্টের বস কৃত্রিম বুদ্ধিমত্তার উপর দৃষ্টি নিবদ্ধ করে বড় ঘোষণা করেছেন। আরও পড়ুন: বিশ্ব অর্থনৈতিক ফোরামের সমীক্ষায় আশার কথা ভারতের চাকরিপ্রার্থীদের জন্য

AI বা কৃত্রিম বুদ্ধিমত্তাই ভবিষ্যত। এটি কেন্দ্র করেই আগামীর প্রযুক্তি গড়ে উঠবে বলে মনে করা হচ্ছে। এমতাবস্থায় এখন থেকেই সেই ক্ষেত্রে কোমর বেঁধে নেমেছে বিশ্বের তাবড় প্রযুক্তি সংস্থা। তাতে সামিল Google-ও। বুধবার ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউ-তে Google I/O ইভেন্টের সূচনা করেন অ্যালফাবেট CEO সুন্দর পিচাই। আর এই ইভেন্টে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে বড়সড় ঘোষণা করেন তিনি।

কী জানালেন গুগলের সিইও সুন্দর পিচাই?

১. Gmail-এ AI যুক্ত হয়ে যাবে। 'Help me write' নামের একটি নয়া টুল যুক্ত করা হবে। এর ফলে মেল, আলোচনা থেকে প্রাসঙ্গিক তথ্য টেনে নেবে AI। তার প্রেক্ষিতে রিপ্লাই লিখে দিতে সাহায্য করবে। মেল গুছিয়ে লিখতে সাহায্য করবে এই কৃত্রিম বুদ্ধিমত্তা।

২. এদিনের ইভেন্টে, সুন্দর পিচাই ম্যাপের রুটের জন্য ইমারসিভ ভিউ চালু করেন। তিনি বলেন, ম্যাপ ব্যবহার করার সময়ে যখন রুট বেছে নেওয়া হবে, তখন ম্যাপে বিভিন্ন অপশন দেওয়া হবে। ব্যবহারকারীরা রুটের ফটোরিয়ালিস্টিক ইমারসিভ ভিউ দেখতে পারবেন। এর পাশাপাশি রিয়েল-টাইম আবহাওয়ার আপডেট, এয়ার কোয়ালিটি ইনডেক্সের মতো ফিচারও শীঘ্রই গুগল ম্যাপেই দেখানো হবে।

৩. চলতি বছরের শেষের দিকে, Google Photos-এ একটি ম্যাজিক এডিটর এসে যাবে। এর মাধ্যমে ছবি অটোম্যাটিকভাবে এডিট হয়ে যাবে।

৪. এদিন সুন্দর পিচাই নতুন PaLM 2 চালু করেন। Google-এর ল্যাঙ্গুয়েজ মডেলের লেটেস্ট ভার্সান এটি। এতে ১০০টিরও বেশি ভাষা সাপোর্ট করে। Google PaLM 2 ব্যবহার করা হচ্ছে এমন ২৫টিরও বেশি প্রোডাক্ট ঘোষণা করেছে।

৫. গুগলের AI Bard-এ এখন ২০টিরও বেশি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কোডিং এবং ডিবাগিং করা যাবে। Google বার্ডের ওয়েটিং লিস্ট বন্ধ করেছে। ইংরেজিতে ১৮০টিরও বেশি দেশ ও অঞ্চলে অ্যাক্সেস খুলে গিয়েছে।

৬. গুগল সার্চও একটি AI আপডেট পেতে চলেছে। আরও বেশি সিকিউরিটি এবং বিভিন্ন ধরনের কনটেন্ট সহ আরও ভাল, প্রাসঙ্গিক সার্চ রেজাল্ট দেখাবে। আরও পড়ুন: AI: কৃত্রিম বুদ্ধিমত্তাকে পরমাণু বোমার সঙ্গে তুলনা করলেন ওয়ারেন বাফেট

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

Haryana and JNK Election Haryana and JNK Election
টেকটক খবর

Latest News

টানা অনশনে অসুস্থ ডাক্তার তনয়া পাঁজা, তবুও অনশনমঞ্চ ছাড়তে নারাজ তিনি কোনও সিনেমা হয়, হুডখোলা গাড়িতে চড়ে বরবেশে দিল্লিতে ফের বিয়ে করতে হাজির রণবীর! বিনামূল্যে টম্য়াটো নিতে বাধ্য করেছে সুইগি ইনস্টামার্ট, চটে লাল ক্রেতা! সোনার বছরে সোনার কেল্লা! বরানগর শরৎ কানন পল্লির দুর্গোৎসব তাই মানিক-ময় রেজিস্ট্রেশন বাতিল ঘিরে বিতর্ক, হাই কোর্টের দ্বারস্থ হয়ে ধাক্কা খেলেন সন্দীপ ঘোষ ২০২৪র কোজাগরী লক্ষ্মীপুজোর শারদ পূর্ণিমা কখন পড়ছে? চন্দ্রোদয় কখন? রইল তিথি আম্বানিদের জামনগরের অনুষ্ঠানে রণবীরের হাত ধরে আরতি দীপিকার! প্রকাশ্যে এল ভিডিয়ো মঞ্জুলিকার ভয়ে 'সিংঘম' কাঁপবে? মেগা রিলিজের সোজাসাপটা জবাব কার্তিক আরিয়ানের নিউইয়র্কগামী এয়ার ইন্ডিয়ার বিমানে বিস্ফোরণের হুমকি, মুম্বই-হাওড়া মেলেও বোমাতঙ্ক ওয়াশিংটনে বাবুলের শোয়ে জাস্টিস ফর RG Kar টিশার্ট পরায় আক্রমণ সাউন্ড আর্টিস্টকে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.