বাংলা নিউজ > টেকটক > Google Doodle: ডুডলে ২০২২-কে বিদায় জানাল গুগল, হোয়াটসঅ্যাপে মিলবে নয়া স্টিকার

Google Doodle: ডুডলে ২০২২-কে বিদায় জানাল গুগল, হোয়াটসঅ্যাপে মিলবে নয়া স্টিকার

২০২২-কে বিদায় জানাতে গুগলের বিশেষ ডুডল

গত দু'বছর কোভিডের চোখ রাঙানিতে বর্ষবরণের মজা মাটি হয়েছে। তবে ২০২২ সালে চিন ছাড়া বাকি বিশ্বে তেমন প্রকোপ নেই কোভিডের। এই আবহে জমিয়ে পার্টি করার জন্য কোমর কষছেন অনেকেই।

আর মাত্র কয়েক ঘণ্টা। তারপরই ২০২২ সালকে বিদায় জানিয়ে ২০২৩-কে স্বাগত জানাবে গোটা বিশ্ব। এই আবহে পার্টি মোডে চলে গিয়েছেন অনেকেই। এমনকী গুগলও প্রস্তুত নতুন বছরকে স্বাগত জানাতে। ২০২২ সালকে বিদায় জানাতে গুগল এক বিশেষ ডুডল লঞ্চ করেছে আজ। গত দু'বছর কোভিডের চোখ রাঙানিতে বর্ষবরণের মজা মাটি হয়েছে। তবে ২০২২ সালে চিন ছাড়া বাকি বিশ্বে তেমন প্রকোপ নেই কোভিডের। এই আবহে জমিয়ে পার্টি করার জন্য কোমর কষছেন অনেকেই। এই আবহে নয়া ডুডল লঞ্চ করে গুগল বলল, 'আজকের ডুডল বর্ষবরণের রাত উদযাপন করছে। ২০২২ সালকে বিদায় জানিয়ে ২০২৩-কে স্বাগত জানানোর সময় চলে এসেছে। বাজি ফাটান কি আগামী বছরে নিজের জন্য কোনও লক্ষ্য স্থির করতে চান, ২০২৩ সাল যেন আপনার ভালো ভাবে শুরু হয়। ৩... ২... ১...'

প্রসঙ্গত, কোনও মহান ব্যক্তিত্বের জন্মদিন হোক কি কোনও উৎসব, গুগল নির্দিষ্ট ডুডল প্রকাশ করে নির্দিষ্ট সেই দিনটি উদযাপন করে। এই আবহে ২০২৩ সালকেও স্বাগত জানাতেও ডুডল প্রকাশ করেছে গুগল। এই ডুডল দেখতে হলে আপনাকে গুগল ওয়েবসাইটের হোমপেজে যেতে হবে। আবার নিউ ইয়ারস ইভ সার্চ করলে পুরো স্ক্রিন জুড়ে রঙ্গের ফোয়ারা দেখা যাবে। এদিকে ডুডলের বাঁদিকের কোণাটি অ্যানিমেট করা হয়েছে ডুডলে। সেই অ্যানিমেটেড 'কোন'-এ ক্লিক করলে স্ক্রনে বিভিন্ন রঙের কাগজ বা কনফেটি উড়বে।

এদিকে নতুন বছরকে স্বাগত জানানোর উদ্দেশে হোয়াটসঅ্যাপে নতুন স্টিকার পাঠান নিজের কাছের জনকে। বর্ষবরণের রাতে একসঙ্গে না থাকলে স্টিকা বা জিফ পাঠিয়ে কাছের মানুষদের শুভেচ্ছা জানান। উল্লেখ্য, হোয়াটসঅ্যাপ নিজেরা কোনও নির্দিষ্ট স্টিকার তৈরি করে না। তবে থার্ড পার্টি স্টিকার ডাউনলোড করতে দেয় হোয়াটসঅ্যাপ। এর জন্য প্লে স্টোরে গিয়ে 'হ্যাপি নিউ ইয়ার স্টিকার ফর হোয়াটস্যাপ' টাইপ করতে হবে সার্চ বারে। সেখান থেকে আপনার পছন্দের স্টিকার প্যাক ডাউনলোড করে নিন।

বন্ধ করুন