আপনার কি অ্যান্ড্রয়েড স্মার্টফোন আছে? এর উত্তর যদি হ্যাঁ হয়, তবে আপনার ফোনে Google Photos-ও থাকবে। নিয়মিত আপনার ফোনের গ্যালারির ফটো ব্যাক আপ রাখে Google-এর এই ক্লাউড সার্ভিসযুক্ত অ্যাপ।
কখনও গ্যালারি থেকে ছবি ডিলিট হয়ে গেলে বা ফোন বদল করলে, লগ ইন করার সঙ্গে সঙ্গে সেই ব্যাক আপ নেওয়া ছবিগুলি ফিরে পাওয়া যেত।
এতদিন এই সার্ভিস ফ্রি-তেই দিত Google। কিন্তু চলতি মাসের শেষ থেকে বন্ধ হয়ে যাচ্ছে এই ফ্রি পরিষেবা। যদিও এরপরেও একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত ব্যাকআপ রাখা যাবে Google Photos-এ।
১৫ জিবি পর্যন্ত ফ্রি স্টোরেজ পাবেন অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা। তবে, আগের মতো ছবি হাই কোয়ালিটি-তে সেভ করা যাবে না।
তাই এখন যদি ১৫ জিবির বেশি গুগল ফটোস-এ ব্যাকআপ নেওয়া থাকে, সেক্ষেত্রে সময় থাকলে তা ল্যাপটপ বা ফোনের স্টোরেজে ট্রান্সফার করে নেওয়াই ভাল। ল্যাপটপে ছবির ব্যাকআপ নিতে photos.google.com -এ গিয়ে গুগল অ্যাকাউন্টে লগ ইন করলেই হবে। সেখানেই পাবেন ডাউনলোডের অপশন। এছাড়া এক সঙ্গে সব ছবি ডাউনলোড করে .zip ফাইলের আকারেও নিতে পারেন।