UPI AutoPay: UPI Autopay-এর মাধ্যমে সাবস্ক্রিপশন সেট আপ করতে পারবেন গ্রাহকরা। সাবস্ক্রিপশন প্ল্যান বেছে নেওয়ার পর পেমেন্টের পদ্ধতি বেছে নিলেই হবে। সেখানে 'UPI দিয়ে পেমেন্টের' অপশনটি চুজ করতে হবে।
1/4ভারতে Google Play-তে সাবস্ক্রিপশন-মাফিক লেনদেনের জন্য UPI Autopay চালু করল Google। UPI 2.0-তে NPCI এই অটোপে ফিচার চালু করে। এর মাধ্যমে UPI-কে কোনও সাবস্ক্রিপশনে খুব সহজেই মাসে মাসে টাকা পেমেন্ট করা যায়। ফাইল ছবি: এইচটি টেক (MINT_PRINT)
2/4ভারত, ভিয়েতনাম, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে গুগল প্লে রিটেল এবং পেমেন্টস অ্যাক্টিভেশনের প্রধান সৌরভ আগরওয়াল জানান, 'ব্যবহারকারীরা যাতে অ্যাপ এবং ইন-অ্যাপ কেনাকাটার জন্য সহজে টাকা পেমেন্ট করতে পারেন, তা সুনিশ্চিত করার জন্য বিভিন্ন আপডেট আনছি। প্রয়োজনমাফিক বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে।' ফাইল ছবি: ব্লুমবার্গ (MINT_PRINT)
3/4UPI অটোপে-এর মাধ্যম মাসে মাসে সাবস্ক্রিপশন চার্জ দেওয়া অনেক সহজ হয়ে যাবে। নিজে থেকেই টাকা মাসের নির্দিষ্ট সময়ে অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ব্লুমবার্গ) (MINT_PRINT)
4/4ধরুন কোনও সাবস্ক্রিপশনে মাসের শুরুতেই ১২৯ টাকা করে দিতে হয়। সেক্ষেত্রে এই জাতীয় স্বয়ংক্রিয় পেমেন্ট অন করা থাকলে নিজে থেকেই টাকা পেমেন্ট/রিচার্জ হয়ে যাবে। ফাইল ছবি: মিন্ট (MINT_PRINT)