Hindustan Times
Bangla

UPI-তে মার্চেন্ট লেনদেনের ক্ষেত্রে প্রিপেইড পেমেন্ট ইনস্ট্রুমেন্টস (PPI) ফি দিতে হবে। নয়া সার্কুলার জারি করেছে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI)। 

UPI পেমেন্ট সিস্টেমের গভর্নিং জানিয়েছে, UPI-তে ২,০০০ টাকার বেশি লেনদেনের ক্ষেত্রে এই PPI ফি ধার্য করা হবে। লেনদেনের মোট অঙ্কের ১.১% ফি হিসাবে কাটা হবে। 

লেনদেন গ্রহণ, প্রক্রিয়াকরণ এবং অনুমোদনের খরচ তুলতে ইন্টারচেঞ্জ ফি ধার্য করা হয়। এর ফলে আগামিদিনে টাকা লেনদেন আরও ব্যয়বহুল হতে পারে। আগামী ১ এপ্রিল থেকে নয়া নিয়ম কার্যকর হবে।

প্রিপেইড ইন্সট্রুমেন্টের ইস্যুকারীকে ২,০০০ টাকার বেশি লেনদেনের ক্ষেত্রে রেমিটার ব্যাঙ্ককে ফি-এর ১৫ বেসিস পয়েন্ট দিতে হবে, বলা হয়েছে সার্কুলারে।

এক্ষেত্রে উল্লেখ্য, ব্যাঙ্ক এবং প্রিপেইড ওয়ালেটের মাধ্যমে দুই ব্যক্তির মধ্যে লেনদেন বা ব্যক্তি-থেকে-মার্চেন্টের লেনদেনের ক্ষেত্রে কোনও ফি প্রযোজ্য হবে না। NPCI ৩০ সেপ্টেম্বর বা তার আগে উল্লিখিত ফি-এর হারের পর্যালোচনা করবে।