করোনা আবহে ফের থমকে গিয়েছে জীবন। রাজ্যে জারি হয়েছে লকডাউন। এই আবহে খুব গুরুত্বপূর্ণ কাজ ছাড়া বের হতে পারবেন না বাড়ি থেকে। এদিকে নিজের গাড়িতে করে কোনও গুরুত্বপূর্ণ কাজের উদ্দেশ্যে যেতে গিয়ে যদি দেখেন যে ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ ফুরিয়েছে, কী করবেন? লকডাউনের সময় দুই চাকা বা চার চাকার লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন বাড়ি বসেই।
অনলাইনে ড্রাইভিং লাইসেন্সের আবেদন করতে গেলে পরিবহণ বিভাগের ওয়েবসাইটে https://parivahan.gov.in/ ক্লিক করতে হবে। হোম পেজে অনলাইন সার্ভিসেস অপশনে ক্লিক করতে হবে। এরপর ক্লিক করতে হবে ড্রাইভিং লাইসেন্সে। সেখানে গিয়ে নিজের রাজ্যের নাম বেছে নিন। এরপর লাইসেন্স পুনর্নবীকরণের একটি অপশন আসবে।
পুনর্নবীকরণের অপশন বেছে নিয়ে সেখানে প্রয়োজনীয় নথিপত্র আপলোড করতে হবে। এরপরে ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত তথ্য পূরণ করতে হবে। এরপরেই পেমেন্টের পেজ খুলবে। সেখানে ৩৫০ টাকা জমা করতে হবে। পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হলে রিসিট জেনারেট করতে হবে। ভবিষ্যতের জন্য সেটি সেভ করে রাখতে পারেন। এছাড়া নতুন ড্রাইভিং লাইসেন্স বানাতে অথবা অস্থায়ী বাহন নথিভুক্তিকরণ ইত্যাদি কাজেও এবার অনলাইনে করার বিষয়ে উদ্যোগী হয়েছে কেন্দ্রীয় সরকার।