
WhatsApp-এ কীভাবে দুর্গাপুজোর নতুন স্টিকার পাবেন? জেনে নিন
১ মিনিটে পড়ুন . Updated: 07 Oct 2021, 04:37 PM IST- নবরাত্রি ২০২১ উপলক্ষে বেশ কিছু স্টিকার এসেছে। সেটা পুরো দুর্গাপুজোর সময়েই ব্যবহার করতে পারবেন।
উত্সবের মরসুম এসে গিয়েছে। আর প্রতিটা উত্সবের সময়েই নতুন স্টিকার প্যাক আসে WhatsApp-এ। এবারেও নবরাত্রি ২০২১ উপলক্ষে বেশ কিছু স্টিকার এসেছে। সেটা পুরো দুর্গাপুজোর সময়েই ব্যবহার করতে পারবেন।
এমনিতেই করোনা পরিস্থিতিতে কিছুটা হলেও ফিকে পুজোর আনন্দ। আত্মীয়দের বাড়ি যাওয়া আসা, বন্ধুদের সঙ্গে ঘোরার পরিকল্পনা আগের তুলনায় কম। আর সেটা বরং ভাল। সম্পূর্ণ টিকাপ্রাপ্ত হলেও করোনা সংক্রমণের ভয় থেকেই যায়। তাই 'করোনাসুরের' ভ্রুকুটি এড়িয়ে হোয়াটসঅ্যাপেই কিছুটা পুজোর আমেজ আসুক।
কীভাবে হোয়াটসঅ্যাপে পুজোর নতুন স্টিকার পাবেন? জেনে নিন...