বাংলা নিউজ > টেকটক > WhatsApp-এ কীভাবে দুর্গাপুজোর নতুন স্টিকার পাবেন? জেনে নিন
উত্সবের মরসুম এসে গিয়েছে। আর প্রতিটা উত্সবের সময়েই নতুন স্টিকার প্যাক আসে WhatsApp-এ। এবারেও নবরাত্রি ২০২১ উপলক্ষে বেশ কিছু স্টিকার এসেছে। সেটা পুরো দুর্গাপুজোর সময়েই ব্যবহার করতে পারবেন।
এমনিতেই করোনা পরিস্থিতিতে কিছুটা হলেও ফিকে পুজোর আনন্দ। আত্মীয়দের বাড়ি যাওয়া আসা, বন্ধুদের সঙ্গে ঘোরার পরিকল্পনা আগের তুলনায় কম। আর সেটা বরং ভাল। সম্পূর্ণ টিকাপ্রাপ্ত হলেও করোনা সংক্রমণের ভয় থেকেই যায়। তাই 'করোনাসুরের' ভ্রুকুটি এড়িয়ে হোয়াটসঅ্যাপেই কিছুটা পুজোর আমেজ আসুক।
কীভাবে হোয়াটসঅ্যাপে পুজোর নতুন স্টিকার পাবেন? জেনে নিন...
- প্রথমে Google Play Store-এ যান। সেখানে 'Navratri 2021 WhatsApp stickers' লিখে সার্চ করুন। iPhone ব্যবহার করলে সেক্ষেত্রে App Store-এ গিয়ে একই জিনিস সার্চ করতে পারেন।
- এবার আপনার পছন্দসই স্টিকার প্যাক বেছে নিন। ImageTag-এর Happy Navratri Stickers, Video & Sticker hub-এর WhatsApp-WAStickerApps ইত্যাদির মধ্যে থেকে বেছে নিতে পারেন পছন্দের স্টিকার্স।
- স্টিকার প্যাক ইনস্টল হয়ে গেলে ‘Open Stickers packs’ অপশনে যেতে হবে।
- সেখানেই নবরাত্রি ২০২১-এর স্টিকারগুলি পেয়ে যাবেন। যেগুলি আপনি ব্যবহার করতে চান, তাতে ট্যাপ করে প্লাস(+) আইকনটিতে ট্যাপ করুন।
- এবার হোয়াটসঅ্যাপ-এর Add অপশনে সিলেক্ট করুন। এরপরেই হোয়াটসঅ্যাপে পেয়ে যাবেন এই নতুন স্টিকার্স।