বাংলা নিউজ > টেকটক > Duplicate Driving License: কীভাবে ডুপ্লিকেট লাইসেন্সের জন্য আবেদন করবেন? রইল একেবারে সহজ উপায়

Duplicate Driving License: কীভাবে ডুপ্লিকেট লাইসেন্সের জন্য আবেদন করবেন? রইল একেবারে সহজ উপায়

প্রতীকী ছবি: হিন্দুস্তান টাইমস বাংলা (HT Bangla)

Duplicate Driving License: রাস্তায় গাড়ি নিয়ে বের হলে ড্রাইভিং লাইসেন্স থাকাটা 'মাস্ট'। তবে এখন বিষয়টা আরও সহজ হয়ে গিয়েছে। ডিজিলকারের মতো অ্যাপ থেকে ড্রাইভিং লাইসেন্স বের করে দেখালেই যথেষ্ট। কিন্তু তা সত্ত্বেও গাড়ি নিয়ে বের হলে ড্রাইভিং লাইসেন্সের একটি ফিজিকাল কপি রাখাটাই বুদ্ধিমানের কাজ।

ড্রাইভিং লাইসেন্সের ডুপ্লিকেট চাই? খুব সহজেই অনলাইনে তার আবেদন করতে পারেন। সেই বিষয়ে জানতে পারবেন এই প্রতিবেদনে।

 

রাস্তায় গাড়ি নিয়ে বের হলে ড্রাইভিং লাইসেন্স থাকাটা 'মাস্ট'। তবে এখন বিষয়টা আরও সহজ হয়ে গিয়েছে। ডিজিলকারের মতো অ্যাপ থেকে ড্রাইভিং লাইসেন্স বের করে দেখালেই যথেষ্ট। কিন্তু তা সত্ত্বেও গাড়ি নিয়ে বের হলে ড্রাইভিং লাইসেন্সের একটি ফিজিকাল কপি রাখাটাই বুদ্ধিমানের কাজ।

 

এদিকে অনেক সময়েই এমনটা হয় যে, ড্রাইভিং লাইসেন্সের ফিজিকাল কপিটা হারিয়ে যায়। এমনটা যদিও হয়-ও, তাতে ভয় পাওয়ার কিছু নেই। কারণ খুব সহজেই আপনি ডুপ্লিকেট ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে পারেন। এর জন্য আপনাকে RTO-তেও ছুটতে হবে না। বাড়ি বসে অনলাইনেই তার আবেদন করতে পারেন। প্রয়োজন শুধুমাত্র একটি ইন্টারনেট-সহ স্মার্টফোনের।

 

অনলাইনে কীভাবে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করবেন?

1

সবার আগে আপনাকে parivahan.gov.in/parivahan -এই ওয়েবসাইটে যেতে হবে।

2

এরপর সেখানে অনলাইন সার্ভিসেস ট্যাবে যেতে হবে। এরপর ড্রাইভিং লাইসেন্সের যে অপশনটি পাবেন, সেটি সিলেক্ট করুন। এরপর আপনার রাজ্য সিলেক্ট করে নিন।

3

এরপরেই একটি নতুন পেজ খুলে যাবে। সেখানে অ্যাপ্লাই অনলাইন ট্যাবে যান। এরপর 'Services on Driving Licence'-এ ক্লিক করুন। এরপর Renewa/Duplicate/Aedl/Others সিলেক্ট করুন।

4

এরপর যে পেজ আসবে, তাতে দেওয়া তথ্যাদি খুঁটিয়ে পড়ুন। কন্টিনিউ-তে ক্লিক করুন।

5

নতুন পেজে ড্রাইভিং লাইসেন্স নম্বর, জন্ম তারিখ ভরুন। এবা GO-তে ক্লিক করুন। এরপরেই আপনার ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত সমস্ত ডেটা দেখতে পাবেন। এবার আরও একবার আপনার রাজ্যের RTO সিলেক্ট করে নিন। 

6

নির্দিষ্ট বক্সে সমস্ত ডেটা ভরে Proceed বাটনে ক্লিক করুন।

7

এরপর যে পেজ খুলবে, তাতে ড্রাইভিং লাইসেন্সের সমস্ত তথ্যাদি দেখাবে। সেটি একবার দেখে নিন সব ঠিকঠাক আছে কিনা। এবার মোবাইল নম্বর ও আধার নম্বর দিয়ে সেটি আপডেট করুন। নিচে গিয়ে Confirm-এ ক্লিক করুন।

8

এবার আপনার কোন পরিষেবা প্রয়োজন, সেটি দেখাবে। এবার সেখানে Duplicate DL অপশনটি ক্লিক করুন।

9

নতুন পেজে আপনাকে ডুপ্লিকেট ড্রাইভিং লাইসেন্স নেওয়ার কারণ জানাতে হবে। সেখানে নির্দিষ্ট কারণ সিলেক্ট ও প্রসিড করুন। এরপর চেকবক্সে কোড লিখুন। Submit করুন।

10

ব্যস। আপনার কাজ শেষ। পেমেন্ট করে শেষ পেজটি সেভ করে রাখুন। প্রয়োজনে প্রিন্টও করিয়ে নিতে পারেন। আপনার আবেদনের কাজ শেষ।

11

পেমেন্ট করার পর অল্প কয়েকদিনের মধ্যে ডাকযোগে আপনার বাড়িতে ডুপ্লিকেট ড্রাইভিং লাইসেন্স এসে যাবে।

বন্ধ করুন