বাংলা নিউজ > টেকটক > WhatsApp-এ অফলাইন থেকেও করতে পারবেন চ্যাট! উপায় জেনে নিন

WhatsApp-এ অফলাইন থেকেও করতে পারবেন চ্যাট! উপায় জেনে নিন

ফাইল ছবি : হিন্দুস্তান টাইমস বাংলা (HT Bangla/Soumick Majumdar)

আপনি কি জানেন, অফলাইন থেকেও চ্যাট করা সম্ভব। তার জন্য রয়েছে একটি ছোট্ট, বেসিক ট্রিক।

হোয়াটসঅ্যাপে কারও সঙ্গে দীর্ঘ চ্যাট করছেন। এদিকে আপনার অতি-উত্সাহী আত্মীয়া বা বন্ধু মেসেজ করে চলেছেন, 'কীরে, এতক্ষণ অনলাইন কেন?' বা কেউ হয় তো নিজে অনলাইন থাকলেও রাতে আপনাকে ঘুমনোর উপদেশ দিচ্ছেন।

এমন পরিস্থিতি প্রায় সবারই হয়। কিন্তু আপনি কি জানেন, অফলাইন থেকেও চ্যাট করা সম্ভব। তার জন্য রয়েছে একটি ছোট্ট, বেসিক ট্রিক।

কীভাবে? জানুন সহজ ট্রিক:

>>> এর জন্য দুটি উপায় আছে। প্রথমত আপনি শুধুমাত্র নোটিফিকেশন বার থেকে রিপ্লাই করতে পারেন। এখান থেকে মেসেজ পড়া ও টাইপ করা, দুটো সম্ভব। অথচ আপনাকে অফলাইন-ই দেখাবে।

>>> অন্যদিকে আরেকটি উপায় হল ডেটা অন করে মেসেজ ঢুকতেই তা অফ করে দেওয়া। এরপর হোয়াটসঅ্যাপ খুলে মেসেজ পড়ে তাতে রিপ্লাই দিন। এরপর হোয়াটসঅ্যাপ বন্ধ করে বেরিয়ে আসুন। পুনরায় ডেটা কানেকশান বা ওয়াইফাই অন করে দিন। মেসেজ সেন্ড হয়ে যাবে। অথচ আপনাকে একবারের জন্যও অনলাইন দেখাবে না।

এক্ষেত্রে জানিয়ে রাখি, বিভিন্ন থার্ড পার্টি অ্যাপের মাধ্যমেও অফলাইন শো করেও চ্যাট সম্ভব। তবে, সম্প্রতি এই ধরণের অ্যাপগুলি সাপোর্ট করা হয় না বলে জানিয়েছে হোয়াটসঅ্যাপ।

বন্ধ করুন