বাংলা নিউজ > টেকটক > PVC Aadhaar Card: ফোন নম্বরও লাগবে না! ৫ মিনিটেই পাবেন পিভিসি আধার কার্ড

PVC Aadhaar Card: ফোন নম্বরও লাগবে না! ৫ মিনিটেই পাবেন পিভিসি আধার কার্ড

ছবি: UIDAI ( UIDAI)

অনেকের কাছেই আধার কার্ডের সঙ্গে রেজিস্টার্ড ফোন নম্বরটি এখন নেই। অনেকটা সময় পেরিয়ে গিয়েছে। ফলে এর মধ্যে চেঞ্জ করে নতুন নম্বর নিয়েছেন কেউ কেউ। তাঁরা কীভাবে আধার কার্ড ডাউনলোড করবেন?

আজকাল যে কাজই করতে যান না কেন, আধার কার্ড লাগবেই। এখন তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ নথি আধার কার্ড।

UIDAI-এর ওয়েবসাইট থেকে এখন PVC আধার কার্ডও মেলে। এ বিষয়ে অনেকেই এখনও জানেন না।

পিভিসি আধার কার্ড করতে রেজিস্টার্ড ফোন নম্বর লাগে। কিন্তু, অনেকের কাছেই আধার কার্ডের সঙ্গে রেজিস্টার্ড ফোন নম্বরটি এখন নেই। অনেকটা সময় পেরিয়ে গিয়েছে। ফলে এর মধ্যে চেঞ্জ করে নতুন নম্বর নিয়েছেন কেউ কেউ। তাঁরা কীভাবে আধার কার্ড ডাউনলোড করবেন?

রেজিস্টার্ড মোবাইল নম্বর ছাড়াই কীভাবে PVC আধার কার্ড ডাউনলোড করবেন?

  • UIDAI-র অফিসিয়াল ওয়েবসাইটে যান- uidai.gov.in
  • সেখানে My Aadhar অপশনে ক্লিক করুন।
  • সেখান 'Order Aadhaar PVC Card'-এর জন্য আবেদন করুন।
  • এবার নির্দিষ্ট স্থানে ১২ সংখ্যার আধার নম্বর বা ১৬ সংখ্যার VID নম্বর দিন।
  • ক্যাপচা কোড দিন।
  • এরপর, 'My Mobile number is not registered' বলে একটি অপশন পাবেন। তাতে ক্লিক করুন।
  • সেখানে অলটারনেট(বিকল্প) নম্বর দেওয়ার অপশন পাবেন।
  • সেই নম্বর ভরে সেন্ড করলেই পাবেন OTP ।
  • OTP অথেন্টিকেশান সম্পন্ন করুন।
  • এরপর আধারের একটি প্রিভিউ পাবেন।

এবার 'Make Payment' অপশনের ক্লিক করে অনলাইনে পেমেন্ট করুন।

বন্ধ করুন