বাংলা নিউজ > টেকটক > Aadhaar-PAN Link with late fee: লেট-ফি দিয়ে কীভাবে লিঙ্ক করবেন আধার ও প্যান?

Aadhaar-PAN Link with late fee: লেট-ফি দিয়ে কীভাবে লিঙ্ক করবেন আধার ও প্যান?

আধার প্যান লিঙ্ক করবেন কী করে? জেনে নিন। ছবি : হিন্দুস্তান টাইমস  (HT File)

এর আগে শেষ দিন স্থির করা হয়েছিল ৩১ মার্চ ২০২২। পরে সেটি পিছিয়ে ৩১ মার্চ ২০২৩ করা হয়। তবে এক্ষেত্রে লেট ফি হিসাবে ৩০ জুন পর্যন্ত ৫০০ টাকা আরোপ করা হয়। ১ জুলাই ২০২২ থেকে ১,০০০ টাকা লেট ফি দাঁড়ায়।

আধার কার্ড ও প্যান সংযুক্ত করেছেন তো? আগামী ৩১ মার্চ ২০২৩ শেষ তারিখ। তার মধ্যে যদি না করেন, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করতে সমস্যা হতে পারে। এর আগে সময়সীমা একাধিকবার পিছিয়ে দেওয়া হয়েছে। তাই এখনও আধার-PAN লিঙ্ক করা না থাকলে তা তাড়াতাড়ি সেরে ফেলাই শ্রেয়।

এর আগে অবশ্য শেষ দিন স্থির করা হয়েছিল ৩১ মার্চ ২০২২। পরে সেটি পিছিয়ে ৩১ মার্চ ২০২৩ করা হয়। তবে এক্ষেত্রে লেট ফি হিসাবে ৩০ জুন পর্যন্ত ৫০০ টাকা আরোপ করা হয়। ১ জুলাই ২০২২ থেকে ১,০০০ টাকা লেট ফি দাঁড়ায়। আরও পড়ুন: আমিরের ২০০টি অ্যাকাউন্টের মাধ্যমে ১০০০ কোটি টাকার লেনদেন! চাঞ্চল্যকর তথ্য

ফলে PAN আগে NSDL পোর্টালে গিয়ে ই-ফাইলিংয়ের মাধ্যমে লেট ফির টাকা পেমেন্ট করতে হবে। সেই ফি পেমেন্টের চালানটি না থাকলে আপনি এখন আর আধার-প্যান লিঙ্ক করতে পারবেন না।

১. আধার-প্যান লিঙ্ক করতে হলে https://www.incometax.gov.in/iec/foportal/ -এ যেতে হবে। 'Quick Links' সেকশনে, 'Link Aadhaar option'-এ ক্লিক করুন।

২. এবার প্রয়োজনীয় তথ্যাদি, যেমন আপনার প্যান এবং আধার নম্বর লিখুন। এরপর 'Validate'-এ ক্লিক করুন।

৩. যদি আধার এবং প্যান ইতিমধ্যেই লিঙ্ক করা থাকে, সেক্ষেত্রে আপনার স্ক্রিনে একটি লেখা আসবে। তাতে বলা হবে যে আপনার প্যান ইতিমধ্যেই আধারের সঙ্গে লিঙ্ক হয়ে গিয়েছে।

৪. যদি আপনার PAN আপনার আধারের সঙ্গে সংযুক্ত না থাকে এবং NSDL পোর্টালে একটি চালান প্রদান করে থাকেন, সেক্ষেত্রে আপনার পেমেন্টের তথ্য যাচাই করা হবে। আপনার প্যান এবং আধার নম্বর যাচাইয়ের পর একটি পপ-আপ নোটিফিকেশন পাবেন। তাতে দেখাবে যে, 'Your payment details are verified'। আরও পড়ুন: ইসরোর আরও এক সাফল্যের অধ্যায়! পিএসএলভি সি৫৪ এর হাত ধরে ৯ স্যাটেলাইটের সফল যাত্রা

৫. প্রয়োজনীয় সমস্ত তথ্যাদি দেওয়ার পরে, 'Link Aadhaar' অপশনে ক্লিক করুন। এরপর আপনার মোবাইল ফোন নম্বরে একটি ৬ সংখ্যার OTP আসবে। নির্দিষ্ট বক্সে সেটি লিখুন।

এরপর আপনার স্ট্যাটাস চেক করুন।

বন্ধ করুন