বাংলা নিউজ > টেকটক > Send Money on WhatsApp: হোয়াটসঅ্যাপে কীভাবে টাকা পাঠাতে হয়? জেনে নিন
হোয়াটসঅ্যাপ বলতে আমরা মেসেজিং প্ল্যাটফর্ম-ই বুঝি। কিন্তু এখন অনলাইন UPI ভিত্তিক টাকা লেনদেনও করা যায় হোয়াটসঅ্যাপে। সে বিষয়ে যদিও এখনও অনেকেই ওয়াকিবহাল নন।
হোয়াটসঅ্যাপে মেসেজের সময়ে ভারতীয় মুদ্রার একটি চিহ্ন দেখা যায়। সেটির মাধ্যমেই খুব সহজেই টাকা লেনদেন করা সম্ভব। চ্যাট করতে করতেই কোনও ব্যক্তিকে টাকা পাঠিয়ে দেওয়া যাবে। আবার পেটিএম, ভারতপে, ফোনপে-র মতোই কিউআর কোড স্ক্যান করেও টাকা পাঠানো যায় হোয়াটসঅ্যাপে।
কীভাবে হোয়াটসঅ্যাপে টাকা পাঠাবেন? ধাপে ধাপে সেই বিষয়টিই ব্যাখ্যা করা হল। দেখে নিন এক নজরে।
- প্রথমেই জানিয়ে রাখি, এর জন্য কোনও ভারতীয় ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলা থাকতে হবে।
- সেই সঙ্গে আপনার মূল ফোন নম্বরটি এই অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করা থাকা দরকার। এই নম্বরটিই যেন আপনার হোয়াটসঅ্যাপ নম্বর হয়, সেই দিকে খেয়াল রাখবেন।
- এরপর আপনাকে যে কোনও ব্যক্তির সঙ্গে করা চ্যাট খুলতে হবে। সেখানেই ভারতীয় মুদ্রার চিহ্ন দেখতে পাবেন। তাতে ট্যাপ করুন। অথবা অ্যাটাচ চিহ্নে ট্যাপ করে, সেখান থেকেও পেমেন্ট-এর অপশনে যেতে পারেন।
- নেক্সট অপশনে ট্যাপ করুন। 'গেট স্টার্টেড'-এ ট্যাপ করুন।
- হোয়াটসঅ্যাপে টাকা লেনদেন ও প্রাইভেসি নীতি পড়ে নিন। সেটা ‘Accept and Continue' করুন।
- এবার সেখানে অনেকগুলি ব্যাঙ্কের তালিকা পাবেন। তার মধ্যে থেকে আপনার যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে, সেটি বেছে নিন। ‘Verify via SMS’-এ ট্যাপ করুন। অ্যালাও-তে ক্লিক করুন।
- যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যোগ করতে চান সেটিতে ট্যাপ করুন। ডেবিট কার্ড যাচাই করতে, ‘Continue’-তে ট্যাপ করুন। বিশদ বিবরণ যাচাই করতে, ‘Verify card' নির্বাচন করুন।
- একবার হোয়াটসঅ্যাপে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যোগ করা হয়ে গেলেই কাজ শেষ। এবার আপনি আপনার কনট্যাক্টসে থাকা হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের টাকা পাঠাতে পারবেন।
- এবার, আপনি যে অ্যাকাউন্টে টাকা পাঠাতে চান, তাঁর চ্যাট খুলুন। ' ₹' চিহ্নে ট্যাপ করুন। যে টাকার অঙ্কটা পাঠাতে চান তা লিখুন। 'Next' এবং তারপরে 'Send Payment'-এ ট্যাপ করুন।
- এরপরেই আপনার কাছে UPI পিন চাওয়া হবে। অর্থাত্ এর মাধ্যমে টাকা পেমেন্ট আপনিই করছেন কিনা, তা যাচাই করা হবে।