WhatsApp: একসঙ্গে দুইটি ফোনে একই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলবেন কীভাবে? জেনে নিন তারই সহজ পদ্ধতি।
1/5আজকাল অনেকেরই দুইটি স্মার্টফোন থাকে। একটি রাফ ইউজের জন্য কম দামের ফোন। আরেকটি অ্যাপেল বা সামস্যাংয়ের প্রিমিয়াম ফোন। আবার অনেকের ফোনের পাশাপাশি একটি আইপ্যাড বা ট্যাবলেট থাকে। এক্ষেত্রে একই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কিন্তু দু'টি ডিভাইসেই ব্যবহার করতে পারবেন। ফাইল ছবি: রয়টার্স (Bloomberg)
2/5চলতি বছরের শুরুতে 'লিঙ্কড ডিভাইস' এসেছিল হোয়াটসঅ্যাপে। এবার সেই ব্যবস্থাই আরও উন্নত করা হচ্ছে। হোয়াটসঅ্যাপের এই নয়া সংস্করণ যদিও আপাতত শুধুমাত্র বেটা টেস্টাররাই ব্যবহার করতে পারবেন। তবে আগামী কয়েক মাসেই সাধারণ ভার্সানে এটি এসে যাবে। ফাইল ছবি: হোয়াটসঅ্যাপ (Bloomberg)
3/5বর্তমানে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা শুধুমাত্র একটি স্মার্টফোনের মাধ্যমেই তাঁদের অ্যাকাউন্ট অ্যাক্সেস করতে পারেন। তবে চারটি অতিরিক্ত ডিভাইস, যেমন কম্পিউটার এবং ট্যাবলেট কানেক্ট করার সুবিধা রয়েছে। ধরুন আপনার দু'টি মোবাইল ফোন। সেক্ষেত্রে দু'টি ফোনেই একটি হোয়াটসঅ্যাপ নম্বরে লগ ইন করার সুবিধা মিলবে আগামিদিনে। ফাইল ছবি: রয়টার্স (Bloomberg)
4/5হোয়াটসঅ্যাপের এই নয়া ফিচার এখন ব্যবহারের জন্য আপানাকে বেটা ভার্সানে রেজিস্টার করতে হবে। এর জন্য গুগল প্লে স্টোরে হোয়াটসঅ্যাপ সার্চ করুন। এরপর হোয়াটসঅ্যাপের পেজে বেটা প্রোগ্রামের অপশন পেয়ে যাবেন। ফাইল ছবি: ব্লুমবার্গ (Bloomberg)
5/5প্রথমে আপনার প্রধান ফোনটিতে হোয়াটসঅ্যাপ খুলুন। এরপর উপরের তিনটি ডট দেওয়া আইকনে ট্যাপ করুন। সেখানে লিঙ্কড ডিভাইসেস অপশনে টাচ করুন। এরপর 'কানেক্ট অ্য ডিভাইস' অপশনটি বেছে নিন। সেটি করতেই QR কোড এসে যাবে। ফাইল ছবি: রয়টার্স (Bloomberg)