কেউ কি আপনার জিমেল অ্যাকাউন্ট হ্যাক করছে? কেউ যদি আপনার জিমেল অ্যাক্সেস করে সমস্ত ডেটা হ্যাক করে তবে কী হবে? একইভাবে হ্যাক হতে পারে ফেসবুক অ্যাকাউন্টও।
ভাবনাটাই নিঃসন্দেহে ভীতিকর! কিন্তু প্রতিটি সমস্যারই সমাধান আছে। এই প্রতিবেদনেই পাবেন এই সমস্যার সমাধান। জেনে নিন কীভাবে জিমেইল অ্যাকাউন্টের সুরক্ষা জোরদার করা যেতে পারে।
আরও পড়ুন : মাঝপথে ডিউটি আওয়ার্স শেষ, 'আর চালাব না,' জেদ পাকিস্তানি পাইলটের
কীভাবে জিমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ড সেট করবেন:
১. বড় হাতের এবং ছোট হাতের অক্ষর মিশিয়ে ব্যবহার করুন, যেমন dIc!aW3P।
২. পাসওয়ার্ডে অ্যালফাবেট, সংখ্যা এবং চিহ্ন, তিনটিই রাখুন। যেমন, KiP2I@Cv
৩. নূন্যতম ৮ অক্ষরের পাসওয়ার্ড রাখুন।
৪. কোনও কমন শব্দ ব্যবহার করবেন না। যেমন, forgotmypassword, thisismypassword, 12345678, a1b2c3d4, abcdefgh ।
৫. পরিবার, পরিচিত কেউ, পোষ্য বা জন্মতারিখ দিয়ে পাসওয়ার্ড রাখবেন না।
আরও পড়ুন : Airtel vs Jio vs Vi: ২৯৯ টাকায় সেরা প্ল্যান কার? জেনে নিন এক নজরে
কীভাবে অ্যাকাউন্ট সুরক্ষিত রাখবেন?
১. অবশ্যই 'টু-ফ্যাক্টর অথেন্টিকেশন' অন করে রাখবেন। এর ফলে অন্য ফোন বা কম্পিউটার থেকে লগ ইন করতে গেলে ওটিপি লাগবে।
২. ফোনে অচেনা, সন্দেহজনক অ্যাপ রাখবেন না।
৩. মেসেজে আসা অচেনা লিঙ্কে ক্লিক করবেন না।
৪. যে কোনও অ্যাকাউন্টে লগ ইনের আগে সেটিই আসল ওয়েবসাইট কিনা বার বার যাচাই করে নিন।