বাংলা নিউজ > টেকটক > মেসেজ পেয়েই তড়িঘড়ি লিঙ্কে ক্লিক করেন? মুহূর্তের মধ্যে সব টাকা উধাও হতে পারে

মেসেজ পেয়েই তড়িঘড়ি লিঙ্কে ক্লিক করেন? মুহূর্তের মধ্যে সব টাকা উধাও হতে পারে

ছবি- হিন্দুস্তান টাইমস বাংলা (HT Bangla)

হ্যাকিংয়ের বিভিন্ন ধরণ তো দেখেছেন, তার মধ্যে অন্যতম হল এই ধরণের ভুয়ো টেক্সট। ইদানিং এই ধরণের হ্যাকিংয়ের সংখ্যা ক্রমেই বাড়ছে। তাই এ বিষয়ে সতর্কতা প্রয়োজন।

'আমাদের সংস্থার ১০ বছর পূর্তি। সেই উপলক্ষ্যে ১০ জন ভাগ্যবান ব্যক্তিকে ১০ লক্ষ টাকা উপহার দিচ্ছি আমরা। তার মধ্যে আপনার ফোন নম্বরও রয়েছে। টাকাটি পেতে ক্লিক করুন এই লিঙ্কে...'

এসএমএস, হোয়াটসঅ্যাপে এমন মেসেজ অনেকেই পেয়েছেন। এমন ভুয়ো লিঙ্কে ক্লিক করলেই কিন্তু সর্বনাশ। এক মুহূর্তে হাপিশ হতে পারে আপনার ব্যক্তিগত ডেটা, ব্যাঙ্ক ডিটেলস। ফিশিং হানাও হতে পারে।

বর্তমানে ব্যাঙ্কিং পরিষেবা মানেই অনলাইন বোঝেন অনেকে। ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়ার(NPCI) তথ্য বলছে, জুলাই মাসে ৬২৮ কোটি টাকার বেশি লেনদেন হয়েছে। আর সেখানে ফাঁদ পাতছে হ্যাকাররা।

হ্যাকিংয়ের বিভিন্ন ধরণ তো দেখেছেন, তার মধ্যে অন্যতম হল এই ধরণের ভুয়ো টেক্সট। ইদানিং এই ধরণের হ্যাকিংয়ের সংখ্যা ক্রমেই বাড়ছে। তাই এ বিষয়ে সতর্কতা প্রয়োজন।

কী করবেন না

  • কোনও অচেনা, সন্দেহজনক লিঙ্কে কখনই টাচ করবেন না।
  • কোনও লিঙ্ক পাঠিয়ে সফটওয়্যার ডাউনলোড করতে বললে করবেন না।
  • ইদানিং একটি বিষয় খুব হচ্ছে। ফেসবুকে কারও প্রোফাইল হ্যাক করা হচ্ছে। তারপর তার প্রোফাইল থেকে হ্যাকিংয়ের লিঙ্ক পাঠানো হচ্ছে তার বন্ধুদের। আপনার কাছেও যদি হঠাত্ কোনও সন্দেহজনক মেসেজে লিঙ্ক আসে, তাতে ক্লিক করবেন না।
  • ব্যাঙ্ক, কোনও সংস্থা, ই-কমার্সের সাইটের মতো দেখতে মনে হলেও সেটা কোনও ভুয়ো লিঙ্ক হতে পারে। তাই এ বিষয়ে সতর্ক থাকুন।

কী করবেন

  • ভুয়ো লিঙ্ক আসলে সঙ্গে সঙ্গে প্রেরণকারীকে সতর্ক করুন।
  • প্রেরণকারী যদি আরও কাউকে এই মেসেজ পাঠিয়ে থাকেন, তাঁদের সতর্ক করতে বলুন।
  • ভুল করে কোনও লিঙ্কে ক্লিক করে থাকলে সাবধান। আপনার ফোনে ব্যাকগ্রাউন্ডে কোনও অ্যাপ চলছে কিনা দেখুন।
  • পাসওয়ার্ডগুলি বদলে ফেলুন।

  • ১০ জনকে ফরোয়ার্ড করতে বলা মেসেজ দেখলেই ডিলিট মারুন।

বন্ধ করুন