বাংলা নিউজ > টেকটক > WhatsApp-এ গোপন চ্যাট লুকোবেন কী করে? রইল সহজ উপায়

WhatsApp-এ গোপন চ্যাট লুকোবেন কী করে? রইল সহজ উপায়

প্রতীকী ছবি : মিন্ট (Mint)

আপনি একা নন। WhatsApp-এ অনেকেরই গোপন চ্যাট থাকে। সে বিশেষ মানুষটির সঙ্গেই হোক, বা অফিসের গোপন তথ্য আছে এমন গ্রুপে।

ফোন আনলক করে কারও হাতে দেওয়া নিয়েই ভয়। যদি হুট করে তিনি WhatsApp খুলে ফেলেন!

 

আপনি একা নন। WhatsApp-এ অনেকেরই গোপন চ্যাট থাকে। সে বিশেষ মানুষটির সঙ্গেই হোক, বা অফিসের গোপন তথ্য আছে এমন গ্রুপে। আর সেই গোপন চ্যাট নিয়ে অনেকেই চিন্তা করেন... কেউ দেখে ফেলবে না তো!

 

তবে এত চিন্তার কিছু নেই। চাইলেই আপনি বিশেষ প্রাইভেট চ্যাট রাখতে পারবেন ফিঙ্গারপ্রিন্ট লকের আড়ালে। আপনি ছাড়া কারও ক্ষমতা নেই সেই চ্যাট খোলার।

1

এর জন্য প্রথমে WhatsApp খুলুন। সেখানে হোম পেজে, যেখানে পর পর চ্যাটগুলি সাজানো থাকে, সেখানে ডানদিকে তিনটি ডট দেখতে পাবেন। তাতে টাচ করুন।

2

এরপর Settings- অপশনে যান। সেখানে Account অপশনে টাচ করুন।

3

সেই অপশনে ক্লিক করলে Privacy বলে একটি অপশন পাবেন। তাতে ক্লিক করুন।

4

প্রাইভেসি অপশনে ঢোকার পর একদম শেষে পাবেন 'Fingerprint Lock'। সেটিতে টাচ করুন।

5

এরপর ফিঙ্গারপ্রিন্ট রেজিস্টার করুন।

6

ফিঙ্গারপ্রিন্ট রেজিস্টারের পরেই আপনার হোয়াটস্যাপে ফিঙ্গারপ্রিন্ট লক চালু হয়ে যাবে। ব্যাস! আপনি ছাড়া কেউ গোপন চ্যাট দেখতে পারবেন না।

বন্ধ করুন