ম্যাকলারেন 765 এলটি স্পাইডার বিশ্বের দ্রুততম কনভার্টিবল গাড়িগুলির মধ্যে অন্যতম। ২০২১ সালে আনুষ্ঠানিকভাবে ম্যাকলারেন ভারতের বাজারে প্রবেশ করে। তবে এটিই দেশের প্রথম ম্যাকলারেন ভাবলে ভুল করবেন। খোদ পশ্চিমবঙ্গেরই ব্যবসায়ী পারভিন আগরওয়ালের কাছেও 720S স্পাইডার মডেল রয়েছে।
1/5বেশি নয়। মাত্র ১২ কোটি টাকা। এই দামেরই গাড়ি কিনলেন হায়দরাবাদের এক ব্যবসায়ী। নাসির খান নামে ওই ব্যক্তির ম্যাকলারেন 765 এলটি স্পাইডারের ছবি এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। বর্তমানে ভারতের সবচেয়ে দামি গাড়িগুলির মধ্যে এটি অন্যতম। ফাইল ছবি: ইনস্টাগ্রাম (Naseer Khan)
2/5এমনিতেই ম্যাকলারেনের গাড়ির বিপুল দাম। প্রচন্ড দ্রুতগামী, দুর্দান্ত ফিনিশ... এ যেন শিল্পীর ছোঁয়া পাওয়া বিজ্ঞানের এক রূপ। তাই এমন দাম হওয়াটাই স্বাভাবিক। তবে এত দাম হওয়ার পিছনে আরও একটি কারণ রয়েছে। এই বিশেষ মডেলটির মাত্র ৭৬৫টি ইউনিটই তৈরি করবে ম্যাকলারেন। ফলে গাড়িটি কতটা বিরল, তা সহজেই অনুমেয়। গোটা বিশ্বের মাত্র ৭৬৫টি এই গাড়ি থাকবে। তাই এটির দাম তুলনামূলকভাবে বেশি। ফাইল ছবি: ম্যাকলারেন (Naseer Khan)
3/5ম্যাকলারেন 765 এলটি স্পাইডার বিশ্বের দ্রুততম কনভার্টিবল গাড়িগুলির মধ্যে অন্যতম। ২০২১ সালে আনুষ্ঠানিকভাবে ম্যাকলারেন ভারতের বাজারে প্রবেশ করে। তবে এটিই দেশের প্রথম ম্যাকলারেন ভাবলে ভুল করবেন। খোদ পশ্চিমবঙ্গেরই ব্যবসায়ী পারভীন আগরওয়ালের কাছেও 720S স্পাইডার মডেল রয়েছে। ফাইল ছবি: টুইটার (Naseer Khan)
4/5শুধু তাই নয়, বলিউড অভিনেতা কার্তিক আরিয়ানেরও ম্যাকলারেন জিটি রয়েছে। তাঁর এই গাড়িটির দাম প্রায় ৪.৭ কোটি টাকা। চলতি বছর 'ভুলভুলাইয়া ২' সুপারহিট হওয়ায় উপহার হিসাবে কার্তিককে এই গাড়ি দেন প্রযোজক ভূষণ কুমার। ভাবুন! ফাইল ছবি: ইনস্টাগ্রাম (Naseer Khan)
5/5ভারতে মুম্বইতেই তাদের প্রথম শো-রুম করেছে ম্যাকলারেন। গ্রাহকদের তালিকায় আছেন নামজাদা অভিনেতা থেকে শুরু করে দুঁদে ব্যবসায়ীরা। তবে এত নিচু গাড়ি ভারতের অতি উন্নত রাস্তায় চালানোর ক্ষেত্রে সমস্যায় পড়তে হয় বটে। কিন্তু শখ তো অনেক বড় একটি ব্যাপার, তাই না? ফাইল ছবি: ম্যাকলারেন (Naseer Khan)