ভবিষ্যত ইলেকট্রিক। আর সেই কারণেই একের পর এক ইলেকট্রিক টু-হুইলার আসছে ভারতের বাজারে। তবে সত্যি বলতে, বেশিরভাগেরই দাম এখনও অনেকটাই বেশি। আর সেই সমস্যাকেই মাথায় রেখে বাজারে এল আরও এক ইলেকট্রিক মোবিলিটি স্টার্টআপ। ভারতে লঞ্চ হল নতুন ইলেকট্রিক স্কুটার 'Baz'। এই ইলেকট্রিক স্কুটারটির দামই এর ইউএসপি বলা যেতে পারে। সংস্থা জানিয়েছে, মাত্র ৩৫ হাজার টাকায় এই স্কুটারটি কেনা যাবে। স্কুটারে ব্যাটারি সোয়াপিংয়ের সুবিধাও পাওয়া যাবে। অর্থাৎ, ব্যাটারি সোয়াপিং স্টেশন থেকে ব্যাটারি পরিবর্তন করে নিলেই হবে। চার্জিংয়ের জন্য ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে সময় নষ্ট করতে হবে না। স্কুটারটির সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ২৫ কিলোমিটার। আর সেই কারণেই চালকের কোনও ড্রাইভিং লাইসেন্সেরও প্রয়োজন হবে না। বাজ ই-স্কুটারটি আইআইটি-দিল্লির প্রাক্তনীদের ইভি স্টার্ট-আপ ডিজাইন ও ডেভেলপ করেছে। আরও পড়ুন: EV Testing Rule Change: পরপর ইলেক্ট্রিক স্কুটারে আগুন! বিদ্যুৎ চালিত যানবাহন নিয়ে কড়া পদক্ষেপ সরকারের
মাত্র ৯০ সেকেন্ডের মধ্যেই ব্যাটারি পরিবর্তন করা যাবে
Baz ইলেকট্রিক স্কুটারটি মূলত ডেলিভারির কথা মাথায় রেখে ডিজাইন করা হয়েছে। কোম্পানির দাবি, এর ব্যাটারি মাত্র ৯০ সেকেন্ডে বদলানো যাবে। যাঁরা দিনে ১০০ কিলোমিটারের বেশি স্কুটার চালান, তাঁদের ক্ষেত্রে এটি কাজে লাগতে পারে। তবে একটি ফুল ব্যাটারিতে কত রেঞ্জ মিলবে, সেই বিষয়ে এখনও জানায়নি সংস্থা।
স্কুটারটির সর্বোচ্চ গতিবেগ ২৫ কিমি/ঘণ্টা
Baz ইলেকট্রিক স্কুটারের ব্যাটারিতে অ্যালুমিনিয়ামের আবরণে লিথিয়াম-আয়ন সেল সজ্জিত পড রয়েছে। মোট ওজন ৮.২ কেজি। এটি IP68 রেট যুক্ত। এর মানে এই যে, এটি নিয়ে বৃষ্টিতে বের হলেও কোনও সমস্যা নেই। স্কুটারটিতে একটি সেফটি ফিচারও রয়েছে। এটি আগুন, বন্যা বা অনুরূপ পরিস্থিতি শনাক্ত করতে পারে। সঙ্গে সঙ্গে রাইডারকে অ্যালার্ট করে। এর সর্বোচ্চ গতি ঘণ্টায় ২৫ কিলোমিটার। ফলে, এই স্কুটার চালানোর জন্য কোনও লাইসেন্সের প্রয়োজন হবে না। আরও পড়ুন: আমরা কেউ অফিসে মজা করতে আসি না, কর্মীদের সঙ্গে ‘বাজে ব্যবহার’ নিয়ে ওলার CEO
সোয়াপিং প্ল্যাটফর্মে মোট ৯টি ব্যাটারি
স্কুটারটিতে একটি 'ফাইন্ড মাই স্কুটার' বোতামও রয়েছে। এর সাহায্যে সহজেই পার্কিং লটে এটি খুঁজে পেয়ে যাবেন। স্কুটারটি সম্পূর্ণ কি-লেস। স্কুটারের সামনে ইভিল ফর্ক হাইড্রোলিক সাসপেনশন সেটআপ রয়েছে। পিছনে ফুয়েল শক অ্যাবজর্ভার। সোয়াপিং প্ল্যাটফর্মে ৯টি ব্যাটারি ফিট করা যেতে পারে। অর্থাৎ, সহজেই ব্যাটারি অদলবদল করে নিতে পারবেন।