Tower Heist in Bihar: বিহারে গোটা টাওয়ার খুলে নিয়ে কেটে পড়ল চোরেরা
Updated: 21 Jan 2023, 09:31 PM ISTযাঁর বাড়ির ছাদে সেই টাওয়ার বসানো ছিল, তাঁর নাম শাহিন কাউম। তিনি জানান, টাওয়ারের পরিষেবা বন্ধ হওয়ায় তাঁকে কয়েক মাস ধরে ছাদ ভাড়া দেওয়া হচ্ছিল না। তাই তিনি কোম্পানিকে টাওয়ার খুলে দিতে আর্জি করেন। সেই মতো নাকি একদিন তাঁর বাড়িতে কোম্পানির 'টেকনিশিয়ান'রাও আসেন। তাঁর সামনেই টাওয়ার খুলে নিয়ে যান তারা।
পরবর্তী ফটো গ্যালারি