যাঁর বাড়ির ছাদে সেই টাওয়ার বসানো ছিল, তাঁর নাম শাহিন কাউম। তিনি জানান, টাওয়ারের পরিষেবা বন্ধ হওয়ায় তাঁকে কয়েক মাস ধরে ছাদ ভাড়া দেওয়া হচ্ছিল না। তাই তিনি কোম্পানিকে টাওয়ার খুলে দিতে আর্জি করেন। সেই মতো নাকি একদিন তাঁর বাড়িতে কোম্পানির 'টেকনিশিয়ান'রাও আসেন। তাঁর সামনেই টাওয়ার খুলে নিয়ে যান তারা।
1/5সিনেমা-গল্পে প্রায়শই বিহারের আজব কাণ্ডকারখানার কথা শোনা যায়। এবার তেমনই এক বাস্তব ঘটনারও হদিশ মিলল। পাটনার সবজিবাগে একটি ২৯ ফুট টেলিকম টাওয়ার 'উপড়ে' ফেললেন চোর বাবাজীরা। গোটা টাওয়ার নিয়েই বেপাত্তা তাঁরা। এমন ঘটনায় কার্যতই তাজ্জব স্থানীয়রা। বিষয়টি হজম হচ্ছে না পুলিশকর্মীদেরও। (ছবিটি প্রতীকী, পিটিআই) (AFP)
2/5GTL ইনফ্রা সংস্থার টেকনিশিয়ানরা 5G লঞ্চের আগে মোবাইল টাওয়ার রিভিউ করছিলেন। সেই সময়েই বিষয়টি নজরে আসে তাঁদের। পুলিশের কাছে টাওয়ার 'নিখোঁজ' বলে রিপোর্ট জমা করেন। (সৌজন্য ফেসবুক) (AFP)
3/5টাওয়ারটি যে মাটিতে, খোলা জায়গায় বসানো, এমনটাও নয়। ৫ তলা বাড়ির ছাদে বসানো। ২০০৬ সালে Aircel সেই টাওয়ার বসায়। ২০১৭ সালে তা GTL-কে বিক্রি করে দেওয়া হয় (ফাইল ছবি, সৌজন্যে রয়টার্স) (AFP)
4/5যাঁর বাড়ির ছাদে সেই টাওয়ার বসানো ছিল, তাঁর নাম শাহিন কাউম। তিনি জানান, টাওয়ারের পরিষেবা বন্ধ হওয়ায় তাঁকে কয়েক মাস ধরে ছাদ ভাড়া দেওয়া হচ্ছিল না। তাই তিনি কোম্পানিকে টাওয়ার খুলে দিতে আর্জি করেন। সেই মতো নাকি একদিন তাঁর বাড়িতে কোম্পানির 'টেকনিশিয়ান'রাও আসেন। তাঁর সামনেই টাওয়ার খুলে নিয়ে যান তারা। আবার বলেও যান, 'শীঘ্রই নতুন টাওয়ার বসাতে আসব।' ফাইল ছবি: হিন্দুস্তান টাইমস (AFP)
5/5এদিকে পুরো বিষয়টা শুনে আকাশ থেকে পড়েছেন GTL ইনফ্রা সংস্থার টেকনিশিয়ানরা। তাঁরা জানান, টাওয়ার খোলার বিষয়ে কিছু জানতেনই না। সম্ভবত কোনও চক্রের সদস্যরা টাওয়ার টেকনিশিয়ান সেজে এসেছিলেন। আর সেভাবেই বোকা বানানো হয় বাড়ি মালিককে। (ফাইল ছবি, সৌজন্যে এএফপি) (AFP)