মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান ওপেনএআই সম্প্রতি আদালতে দাখিল করা এক নথিতে জানিয়েছে , তারা চ্যাটজিপিটি প্রশিক্ষণের জন্য ভারতীয় সংবাদমাধ্যমগুলোর কনটেন্ট ব্যবহার করে না। মাইক্রোসফট সমর্থিত এই কোম্পানি উল্লেখ করেছে যে, তারা তাদের এআই মডেলগুলোকে প্রশিক্ষিত করতে প্রকাশ্যে উপলব্ধ ডেটা ব্যবহার করে। যা ন্যায্য এবং প্রাসঙ্গিক আইন দ্বারা সুরক্ষিত।
এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল (এএনআই)-এর দায়ের করা একটি কপিরাইট মামলায় অভিযোগ তোলা হয়েছে, ওপেনএআই অনুমতি ছাড়া তাদের প্রকাশিত কনটেন্ট চ্যাটজিপিটি প্রশিক্ষণের জন্য ব্যবহার করেছে।
এএনআই-এর এই মামলায় গৌতম আদানির এনডিটিভি, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, হিন্দুস্তান টাইমস এবং মুকেশ আম্বানির নেটওয়ার্ক১৮-এর প্রতিনিধিত্বকারী ডিজিটাল নিউজ পাবলিশার্স অ্যাসোসিয়েশন (ডিএনপিএ) সহ অন্যান্য প্রধান ভারতীয় সংবাদমাধ্যমগুলোও অংশ নিয়েছে। তারা অভিযোগ করেছে, ওপেনএআই তাদের ওয়েবসাইট থেকে কনটেন্ট নিয়ে চ্যাটজিপিটিতে পুনরায় প্রকাশ করে।
১১ ফেব্রুয়ারি তারিখের ওপেনএআই-এর ফাইলিংয়ে বলা হয়েছে, তারা "কোনও ডিএনপিএ-র সদস্যের কন্টেন্ট ব্যবহার করে তাদের এআই মডেলগুলিকে প্রশিক্ষণ দেয়নি"।
তারা আরও উল্লেখ করে, তাদের অন্যান্য বৈশ্বিক অংশীদারিত্ব কেবল কনটেন্ট প্রদর্শনের জন্য, প্রশিক্ষণের জন্য নয়। ওপেনএআই জোর দিয়ে বলেছে যে, প্রকাশ্যে উপলব্ধ কনটেন্টের ব্যবহার ভারতীয় কপিরাইট আইনের অধীনে অনুমোদিত।
বিশ্বব্যাপী বিভিন্ন আদালতে লেখক, সংবাদ সংস্থা এবং সঙ্গীতশিল্পীরা অভিযোগ করছেন যে, প্রযুক্তি কোম্পানিগুলো তাদের কপিরাইটকৃত কাজগুলি অনুমতি বা পেমেন্ট ছাড়াই এআই প্রশিক্ষণের জন্য ব্যবহার করছে।
ওপেনএআই বিভিন্ন সংবাদ প্রকাশকদের সঙ্গে চুক্তি করেছে কনটেন্ট প্রদর্শনের জন্য, তবে ভারতীয় সংবাদমাধ্যমগুলো অভিযোগ করেছে যে, ওপেনএআই ভারতে এ ধরনের কোনও চুক্তি করেনি।
সম্প্রতি, ওপেনএআই-এর সিইও স্যাম অল্টম্যান ভারত সফর করেন এবং ভারতের তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে সাক্ষাৎ করেন। তারা ভারতের জন্য একটি সাশ্রয়ী এআই ইকোসিস্টেম তৈরির পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। স্যাম অল্টম্যান মনে করেন, ‘এআই বিপ্লবে ভারতের সামনের সারিতে থাকা উচিত, তবে এজন্য দেশকে প্রচুর পরিশ্রম করতে হবে।’
এই পরিস্থিতিতে, ওপেনএআই এবং ভারতীয় সংবাদমাধ্যমগুলোর মধ্যে কপিরাইট ইস্যুতে আইনি লড়াই চলছে, যা এআই মডেল প্রশিক্ষণে কনটেন্ট ব্যবহারের নীতিমালা ও আইনগত দিক নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করছে।