বাংলা নিউজ > টেকটক > USB C as Common Charging Port: আলাদা চার্জারের দিন শেষ, সব স্মার্টফোনে টাইপ-সি চার্জিং পোর্ট, সিদ্ধান্ত ভারতের

USB C as Common Charging Port: আলাদা চার্জারের দিন শেষ, সব স্মার্টফোনে টাইপ-সি চার্জিং পোর্ট, সিদ্ধান্ত ভারতের

ছবি: রয়টার্স (Reuters)

সমস্ত কমপ্যাটিবল ডিভাইসের জন্য ইউএসবি টাইপ সি চার্জার থাকবে। অন্যদিকে কম দামের ফিচার ফোনের জন্য আলাদা একটি 'স্ট্যান্ডার্ড' চার্জার থাকবে। এর ফলে আগামিদিনে ইউনিভার্সাল কমন চার্জারের নিয়ম প্রযোজ্য হবে। এর ফলে যে শুধুমাত্র গ্রাহকদেরই সুবিধা হবে, তা নয়। দেশের বিপুল ই-বর্জ্যের পরিমাণও হ্রাস পাবে।

প্রতিটি ডিভাইসের জন্য আলাদা আলাদা চার্জার নয়। ভারতের সমস্ত স্মার্ট ডিভাইসেরই USB টাইপ সি চার্জিং পোর্ট থাকতে হবে। বুধবার এমনটাই জানালেন কেন্দ্রীয় উপভোক্তা সচিব রোহিত কুমার সিং। তিনি জানান, এই বিষয়ে কেন্দ্রীয় সরকারের একটি আন্তঃমন্ত্রক টাস্ক ফোর্সের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সরকারি বিশেষজ্ঞরা আপাতত দুই জাতীয় চার্জারের নিয়ম লাগু করার বিষয়ে আলোচনা করছে। সমস্ত কমপ্যাটিবল ডিভাইসের জন্য ইউএসবি টাইপ সি চার্জার থাকবে। অন্যদিকে কম দামের ফিচার ফোনের জন্য আলাদা একটি 'স্ট্যান্ডার্ড' চার্জার থাকবে। এর ফলে আগামিদিনে ইউনিভার্সাল কমন চার্জারের নিয়ম প্রযোজ্য হবে। এর ফলে যে শুধুমাত্র গ্রাহকদেরই সুবিধা হবে, তা নয়। দেশের বিপুল ই-বর্জ্যের পরিমাণও হ্রাস পাবে। আলাদা আলাদা ফোনের জন্য ভিন্ন চার্জার উত্পাদন করতে হবে না। ক্রেতাদেরও আগের চার্জার ব্যবহার করার সুবিধা মিলবে। ফলে বর্জ্য হ্রাস পাবে।

বেশিরভাগ সংস্থাই ইউএসবি টাইপ-সি চার্জিং পোর্ট দেয় এখন। তবে সাধারণত অ্যাপেলের মতো কিছু সংস্থার ডিভাইসের জন্য আলাদা করে চার্জার কিনতে হয়।

স্মার্টফোন, ট্যাবলেট এবং ল্যাপটপ

রোহিত কুমার সিং জানান, এদিন সভায় স্মার্টফোন, ট্যাবলেট এবং ল্যাপটপের মতো ইলেকট্রনিক ডিভাইসের জন্য চার্জিং পোর্ট হিসাবে USB Type – C স্থির করার বিষয়ে সকলে একমত হয়েছেন। সেই সঙ্গে আলোচনায় সিদ্ধান্ত নেওয়া হয় যে, শুধুমাত্র ফিচার ফোনের জন্য একটি ভিন্ন চার্জিং পোর্টের নিয়ম গ্রহণ করা যেতে পারে।

ভারত প্রথম নয়

অনেক উন্নত অর্থনীতির দেশেই ইতিমধ্যেই এই 'স্ট্যান্ডার্ড চার্জিং ডিভাইসে'র এবং পোর্টের নিয়ম চালু হয়চ্ছে। ইউরোপীয় ইউনিয়নও (EU) সমস্ত ডিভাইসের জন্যই ইউএসবি-সি পোর্ট লাহু করার নীতি নিয়েছে। ব্লুমবার্গের এক প্রতিবেদনে অনুযায়ী, চলতি বছর ৭ জুন, EU-এ এই বিষয়ে একটি অস্থায়ী আইন পাশ হয়। তাতে অ্যাপলের আইফোন-সহ EU-তে বিক্রি হওয়া সমস্ত স্মার্টফোনে USB-C পোর্ট ও চার্জারের সুপারিশ করা হয়েছে। এটি বাস্তবায়িত করতে স্মার্টফোন নির্মাতাদের আগামী ২০২৪ সালের মাঝামাঝি পর্যন্ত সময় দেওয়া হয়েছে। আরও পড়ুন: USB Type-C বাধ্যতামূলক করল ইউরোপ! আর আলাদা চার্জার বেচতে পারবে না Apple

ইউরোপীয় ইউনিয়নের আইনই কি অনুঘটক?

ইউরোপীয় ইউনিয়নের এই আইনের খবরে অশনি সংকেত দেখেন অনেকেই। তাঁদের আশঙ্কা ছিল, টাইপ-সি পোর্ট নেই, এমন পুরনো ফোন আর সেই দেশে বিক্রি হবে না। চার্জারগুলোও কাজে লাগবে না। এমতাবস্থায় সেগুলি ভারতে বেচে দেওয়ার চেষ্টা করা হতে পারে।

বুধবারের বৈঠকে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি কানপুর, মহারাজা অগ্রসেন ইনস্টিটিউট অফ টেকনোলজি, কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি, ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রকের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এখানেই শেষ নয়

স্মার্ট ঘড়ির মতো ওয়্যারেবল ডিভাইসের জন্যও অভিন্ন চার্জিং পোর্ট চালু করা যায় কি না, তাই নিয়ে ভাবনাচিন্তা চলছে। এর জন্য পৃথকভাবে একটি সাব-গ্রুপ গঠন করা হয়েছে।

ইলেক্ট্রনিক ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার অজয় গর্গ জানান, বিশ্বব্যাপী হাওয়া USB-C-র দিকেই। ফলে আমাদেরও এটি গ্রহণ করাটাই স্বাভাবিক। তবে এক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, এখন ইলেকট্রনিক শিল্পে যে কোনও প্রযুক্তিই খুব দ্রুত পুরনো হয়ে যাচ্ছে। আজ যা নতুন, কালই তা পুরনো হয়ে যাচ্ছে।

কেন্দ্রীয় সরকারের মতে দেশের দুই ধরণের স্ট্যান্ডার্ড চার্জিং ডিভাইসে থাকা উচিত। একটি স্মার্টফোন এবং অন্যান্য পোর্টেবল ডিভাইস যেমন ল্যাপটপ এবং ট্যাবলেটের জন্য। অপরটি সস্তার ফিচার ফোনগুলির জন্য। এই বিষয়ে নির্মাতাদের পরামর্শেরও আমন্ত্রণ জানিয়েছে কেন্দ্র। আরও পড়ুন: 5G Phones under 20k: মাত্র ২০ হাজার টাকার মধ্যেই পাবেন এই ৫টি স্মার্টফোন

ফলে আগামিদিনে সকল ডিভাইসের জন্য এই কমন চার্জার চালু হলে, ফোন নির্মাতাদের আর বাক্সে চার্জার দেওয়ার কোনও প্রয়োজন থাকবে না। কারণ গ্রাহকদের কাছে ইতিমধ্যেই চার্জার রয়েছে। কারও টাইপ-সি চার্জার না থাকলে, সেক্ষেত্রে তিনি আলাদা কিনে নিতেই পারেন। এতে ফোনের দামও কমবে।

টেকটক খবর

Latest News

মিথুন রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ১৯ এপ্রিলের রাশিফল বৃষ রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ১৯ এপ্রিলের রাশিফল মেষ রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ১৯ এপ্রিলের রাশিফল শান্তিপূর্ণ ভোটের প্রার্থনায় কালিঘাটে রাজ্যপাল বোস, থাকবেন রাজভবনের পিস-রুমে তীব্র গরম–বৃষ্টি উপেক্ষা করেই লম্বা লাইন, উত্তরবঙ্গে গড় রক্ষাই চ্যালেঞ্জ বিজেপির কটাক্ষে বুড়ে আঙুল, ৬ বছরের ছোট রাতুলকে আজই বিয়ে রূপাঞ্জনার, কেমন সাজবেন বর-কনে? ছন্নছাড়া ক্যাপ্টেন্সি, দেরি হল ফিল্ড সাজাতে, বড় জরিমানার মুখে পড়লেন হার্দিক বিজেপির ‘দ্বিতীয় বিকল্প’ তৃণমূল কংগ্রেস, নতুন লাইনে পুরনো ছন্দে হাঁটল বামফ্রন্ট ‘‌পানীয় জলের অপচয় করা ঠিক নয়’‌, মাসিক অধিবেশনে ক্ষোভ প্রকাশ করলেন মেয়র ১২ বছর পর বৃষ রাশিতে বৃহস্পতির প্রবেশ, ৩ রাশির জীবনে আসছে সুখ সমৃদ্ধির জোয়ার

Latest IPL News

ছন্নছাড়া ক্যাপ্টেন্সি, দেরি হল ফিল্ড সাজাতে, বড় জরিমানার মুখে পড়লেন হার্দিক IPL 2024: ইডেনে এবার সবুজ জার্সি পরে নামছেন কোহলিরা,চাইছেন নিজেদের ভাগ্যও বদলাতে PBKS vs MI: IPL-এর ইতিহাসে এত বছরে যা হয়নি সেটাই হল এবার! ক্যামেরা দেখাল টসের স কাজে এল না আশুতোষ-শশাঙ্কের লড়াই, রোমাঞ্চকর ম্যাচে পঞ্জাবকে ৯ রানে হারাল মুম্বই বুমরাহের ইনসুইং ইয়র্কার বুঝতেই পারলেন না রসউ, উপড়ে গেল দু'টি স্টাম্প- ভিডিয়ো তখন আমি কিছুটা ভয় পেয়ে গিয়েছিলাম- MI vs RR ম্যাচের স্মৃতি ভুলতে পারছেন না রোহিত আমরা চাই ধোনি শেষ বলে ছক্কা মারুক কিন্তু… লখনউয়ের রাস্তায় LSG-র প্রার্থনা ভারতীয় ক্রিকেটের জন্য কী করেছেন? CSK-র সমালোচনা করতেই প্রাক্তনীর রোষে হর্ষ ভোগলে সেদিন আটকে গেলাম না হলে... ODI World Cup 2023 ফাইনাল নিয়ে আক্ষেপ করছেন রাহুল IPL 2024: দুবে, ওয়াশিংটনরা বলই পাচ্ছেন না- হঠাৎ কেন চিন্তায় পড়লেন রোহিত শর্মা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.