সাধারণত এথিকাল হ্যাকাররা এই ধরনের বাউন্টের খোঁজে থাকেন। এক্ষেত্রেও এমনটা হয়েছে। দুই ভারতীয় এথিকাল হ্যাকার গুগলের ক্লাউড প্রোগ্রাম প্রোজেক্টে বড়সড় নিরাপত্তার গলদ খুঁদে পান। দুই প্রযুক্তিবিদের নাম শ্রীরাম কে এল এবং শিবানেশ অশোক।
1/5গুগলকে ভুল ধরিয়ে দিলেন দুই ভারতীয় প্রযুক্তিবিদ। আর পুরস্কার হিসাবে পেলেন ২২ হাজার মার্কিন ডলার। বিভিন্ন বড় সংস্থাই তাদের সিস্টেমে সমস্যা, গলদ ধরিয়ে দেওয়ার জন্য 'বাউন্টি' প্রদান করে। অনেকটা যেমন দাগী আসামীদের ধরতে তাদের মাথার দাম স্থির করা হয়। ফাইল ছবি : রয়টার্স (REUTERS/Dado Ruvic)
2/5ঠিক সেভাবেই, আপনিও যদি গুগল, অ্যাপেল জাতীয় সংস্থার কোনও প্রোডাক্টের বড়সড় গলদ ধরিয়ে দেন, তার জন্য নির্দিষ্ট পরিমাণে টাকা উপহার হিসাবে পেতে পারেন। ফাইল ছবি: এপি (REUTERS/Dado Ruvic)
3/5সাধারণত এথিকাল হ্যাকাররা এই ধরনের বাউন্টের খোঁজে থাকেন। এক্ষেত্রেও এমনটা হয়েছে। দুই ভারতীয় এথিকাল হ্যাকার গুগলের ক্লাউড প্রোগ্রাম প্রোজেক্টে বড়সড় নিরাপত্তার গলদ খুঁদে পান। ফাইল ছবি: হিন্দুস্তান টাইমস বাংলা (REUTERS/Dado Ruvic)
4/5দুই প্রযুক্তিবিদের নাম শ্রীরাম কে এল এবং শিবানেশ অশোক। দু'জনেই গুগল ভলনারেবিলিটি রিওয়ার্ডস প্রোগ্রামের অংশ। শিবানেশ টুইটারে তাঁদের এই বাগ খুঁজে পাওয়ার বিষয়ে জানান। ফাইল ছবি: এএফপি (REUTERS/Dado Ruvic)
5/5গুগল ভলনারেবিলিটি রিওয়ার্ডস প্রোগ্রাম: যে কোনও সিকিউরিটি রিসার্চার এই প্রক্রিয়ার অংশ হতে পারেন। গুগলের গাইডলাইন মেনে তাঁরা কোনও ফাঁক উল্লেখ করে দেখাতে পারেন। তাঁদের সেই দাবি প্রমাণিত হলেই মোটা টাকার 'বাউন্টি' দেয় গুগল। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স) (REUTERS/Dado Ruvic)