বাংলা নিউজ > টেকটক > Skyroot Space Launch: ভারতে প্রথম বেসরকারি সংস্থার রকেট উৎক্ষেপণ হতে চলেছে

Skyroot Space Launch: ভারতে প্রথম বেসরকারি সংস্থার রকেট উৎক্ষেপণ হতে চলেছে

ফাইল ছবি: স্কাইরুট (Skyroot)

Skyroot Space Launch: এটিই ভারতের প্রথম রকেট উৎক্ষেপণ যা কিনা সম্পূর্ণভাবে একটি দেশীয় সংস্থার তৈরি ও পরিচালিত। গত ২০২০ সালের জুনে কেন্দ্রীয় সরকার বেসরকারি সংস্থার অংশগ্রহণের জন্য মহাকাশ খাত উন্মুক্ত করে দেয়। তারপর থেকে এটিই প্রথম কোনও বেসরকারি সংস্থার উত্ক্ষেপন হতে চলেছে।

Skyroot Space Launch: ভারতে এই প্রথম রকেট উৎক্ষেপণ করতে চলেছে কোনও বেসরকারি সংস্থা। হায়দরাবাদের স্পেস স্টার্টআপ, Skyroot অ্যারোস্পেস মহাকাশ অভিযানের ইতিহাসে সামিল হতে চলেছে। ইসরো-র শ্রীহরিকোটার লঞ্চপ্যাড থেকেই হবে উৎক্ষেপণ। আগামী ১২ থেকে ১৬ নভেম্বরের মধ্যে এই রকেট লঞ্চ হওয়ার কথা।

মার্কিন যুক্তরাষ্ট্রের বেসরকারি মহাকাশ সংস্থা স্পেসএক্স, ব্লু অরিজিনের কথা প্রায়শই শোনা যায়। কিন্তু ভারতেও যে কোনও সংস্থা এমন অভিযান করতে পারে, তা সত্যিই অভাবনীয়।

রকেটটির নাম বিক্রম-এস। এটিই ভারতের প্রথম রকেট উৎক্ষেপণ যা কিনা সম্পূর্ণভাবে একটি দেশীয় সংস্থার তৈরি ও পরিচালিত। গত ২০২০ সালের জুনে কেন্দ্রীয় সরকার বেসরকারি সংস্থার অংশগ্রহণের জন্য মহাকাশ খাত উন্মুক্ত করে দেয়। তারপর থেকে এটিই প্রথম কোনও বেসরকারি সংস্থার উত্ক্ষেপন হতে চলেছে। আরও পড়ুন: Lunar Eclipse 2022: চন্দ্রগ্রহণের কী দারুণ সব ছবি! গোটা পৃথিবী বছরের শেষ পূর্ণগ্রাস নিয়ে উত্তাল

লঞ্চ উইন্ডো এত লম্বা কেন?

আসলে আবহাওয়ার উপর নির্ভর করে লঞ্চ মিশনের চূড়ান্ত তারিখ নিশ্চিত করা হবে। স্কাইরুটের চিফ অপারেটিং অফিসার নাগা ভরত দাকা, এক বিবৃতি জানান, এই মিশনটি একটি সাবঅরবিটাল স্পেসফ্লাইট হতে চলেছে। তিন গ্রাহকের বরাত অনুযায়ী পেলোড বহন করা হচ্ছে। সেগুলি নির্দিষ্ট কক্ষপথে পৌঁছে দিতে পারলেই কাজ হাসিল। তবে কোন কোন গ্রাহকের থেকে সেই বরাত মিলেছে, তা জানা যায়নি।

সাধারণত, একটি সাবঅরবিটাল স্পেসফ্লাইট বলতে পৃথিবী পৃষ্ঠ থেকে প্রায় ১০০ কিলোমিটার উচ্চতাকে বোঝায়। এটি অরবিটাল ফ্লাইটের তুলনা কম।

এই ধরনের বেসরকারি রকেট সংস্থার মূল লক্ষ্য মুনাফা। রকেট নির্মাণ, সেটি প্রেরণ করার বিষয়ে সংস্থাগুলি বিনিয়োগ করে। এদিকে এদের গ্রাহক হয় বিভিন্ন কৃত্রিম উপগ্রহ প্রেরণে ইচ্ছুক সংস্থা। টাকার বিনিময়ে তাদের থেকে বরাত নিয়ে মহাকাশে সেই কৃত্রিম উপগ্রহ পৌঁছে দেয় এই সংস্থাগুলি। আবার স্পেস-এক্স-এর মতো সংস্থা এখন নাসার জন্য অনেকটা মহাকাশ-ফেরির মতো কাজ করে। তারা মহাকাশ অভিযাত্রীদের স্পেস স্টেশন থেকে যাতায়াতে সাহায্য করে। অন্যদিকে ব্লু অরিজিনের মতো সংস্থার লক্ষ্য মহাকাশ পর্যটনকে জনপ্রিয় করে তোলা।

Skyroot Aerospace, এখনও পর্যন্ত ৬৮ মিলিয়ন মার্কিন ডলারের তহবিল সংগ্রহ করেছে। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৫৫৪ কোটি টাকা। এটি বর্তমানে ভারতের সবচেয়ে বেশি ফান্ডেড বাণিজ্যিক স্পেস স্টার্টআপ। ভারতেই সম্পূর্ণ 3D-প্রিন্টেড প্রযুক্তিতে রকেট ইঞ্জিন তৈরি করা প্রথম সংস্থাগুলি মধ্যেও এটি অন্যতম। গত বছরের নভেম্বরে সংস্থাটি সফলভাবে পরীক্ষামূলক উৎক্ষেপণ প্রদর্শন করেছে। চলতি বছরের শুরুর দিকে, ১৯ মে, এই সংস্থা Kalam-100 নামের একটি ভারতে নির্মিত সলিড ফুয়েল ইঞ্জিনও পরীক্ষা করেছে।

ফাইল ছবি: স্কাইরুট
ফাইল ছবি: স্কাইরুট (Skyroot)

স্কাইরুট অ্যারোস্পেসের সিইও পবন কুমার চন্দনা মিন্টকে জানান, বিক্রম-এস লঞ্চারটি সংস্থার প্রথম ডেমোনস্ট্রেটর মিশন হতে চলেছে। রকেট স্টেজে কালাম-80 ইঞ্জিন ব্যবহৃত হবে। এই ইঞ্জিনটি 'কম্পোসিট ফাইবার-নির্মিত সলিড ফুয়োল মোটর প্রযুক্তির নমুনা তুলে ধরবে। আগামিদিনে বিক্রম সিরিজের অন্য লঞ্চ ভিহেকেলেও এটি ব্যবহৃত হবে।'

স্কাইরুট, সহযোগী আরও এক বেসরকারি স্পেস ফার্ম অগ্নিকুল কসমসের সঙ্গে, গত দুই বছর ধরে তাদের রকেটের স্টেজের জন্য ইঞ্জিন তৈরি এবং পরীক্ষা করেছে।

১৩ জুলাই, অগ্নিকুল তার নিজস্ব 3D প্রিন্টিং রকেট ইঞ্জিনের কারখানার সূচনা করেছে। সংস্থার সিইও শ্রীনাথ রবীচন্দ্রন সেই সময়ে মিন্টকে জানিয়েছিলেন, এই ধরনের কারখানা আগামিদিনে ভারতের বেসরকারি সংস্থাগুলিকে বিশ্বজুড়ে স্যাটেলাইট উৎক্ষেপণের চাহিদা মেটাতে সাহায্য করবে। আরও পড়ুন: প্রজননে কী প্রভাব পড়বে? গবেষণার জন্য মহাকাশে হনুমান পাঠাবে চিন: রিপোর্ট

ভারতের বাণিজ্য সংগঠন স্যাটেলাইট ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের (SIA) ডিরেক্টর জেনারেল অনিল প্রকাশ মিন্টকে জানান, ২০২৫ সালের মধ্যে ৬০ হাজারেরও বেশি স্যাটেলাইট উৎক্ষেপণ করা হতে পারে। ভারতের বেসরকারি সংস্থাগুলি এর মধ্যে এক বড় অংশের বরাত পেতে পারে।

টেকটক খবর

Latest News

২ জেলায় ২ নারী নির্যাতনের অভিযোগ, তৎপর পুলিশও, গ্রেফতার ৬ মাঞ্চুরিয়ান থেকে বিরিয়ানি, ইন্টারনেটে ভাইরাল ইউনিক এই সিঙাড়াগুলি বহুতল থেকে ঝাঁপ, প্রয়াত মালাইকা আরোরার বাবা অনিল আরোরা! কারণ নিয়ে ধন্দ পাকিস্তানের মাটি থেকে পাওয়া আত্মবিশ্বাসকে ভারতের মাটিতে কাজে লাগাতে চান লিটন দাস ১৬ টাকায় বিক্রি হচ্ছিল ডিম, ভারত রফতানি করতেই বাংলাদেশে দাম কমে হল ৭ টাকা সন্দেশখালিতে দুর্গা প্রতিমা ভাঙচুর, ‘বাংলাদেশের সংস্কৃতি এপারে’ কটাক্ষ শুভেন্দুর গুগল এবং অ্যাপল ইইউর বিরুদ্ধে তাদের আদালতের লড়াইয়ে হেরে গেছে এবং শত শত কোটি জরিমানা ও কর বকেয়া রয়েছে রাধা অষ্টমীর পুজোর ভোগে নিবেদন করুন এই জিনিসগুলি, সমস্ত ইচ্ছা হবে পূরণ বাংলায় আরও ৫ টি পকসো বিশেষ আদালত, রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত সরকারের ‘ওর বাবা…..’, পরিবার তুলে 'মার্ক্সবাদী' কমলাকে আক্রমণ ট্রাম্পের! উড়ে এল পাটকেলও

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.