ইতিহাস তৈরি হল আইআইটি মাদ্রাজে। সেখানেই দাঁড়িয়ে দেশের প্রথম সফল 5G অডিয়ো-ভিডিয়ো করলেন কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি বলেন, 'পুরো এন্ড টু এন্ড নেটওয়ার্ক পরিকল্পনা এবং তৈরি করা হয়েছে ভারতে।'
আরও পড়ুন: ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট রিকভার করতে ফেসবুক কর্মীর সঙ্গে সেক্স করলেন মহিলা
আরও পড়ুন: BSNL, Airtel নাকি Jio: সবচেয়ে সস্তায় আনলিমিটেড ডেটা পাবেন কোথায়?
গত মঙ্গলবার দেশীয় প্রযুক্তিতে তৈরি 5G টেস্টবেডের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার টেস্টবেড পরিদর্শনে আসেন কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি এবং রেলমন্ত্রী বৈষ্ণব। সেখানে তাঁকে প্রযুক্তির বিষয়টি বুঝিয়ে দেন তরুণ ইঞ্জিনিয়াররা। যে প্রযুক্তি সম্পূর্ণভাবে ভারতে তৈরি হয়েছে। তারপরই 5G New Radio (VoNR) নির্ভর 5G অডিয়ো ও ভিডিয়ো কল করেন কেন্দ্রীয় মন্ত্রী।
সেই ভিডিয়ো কলের পর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম কু'তে একটি ভিডিয়ো পোস্ট করেন বৈষ্ণব। সঙ্গে লেখেন, 'আইআইটি মাদ্রাজে সাফল্যের সঙ্গে 5G কল করলাম।' ভিডিয়ো কলে তাঁকে বলতে শোনা যায়, ‘অভিনন্দন! এটা মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্নের বাস্তবায়ন। তাঁর লক্ষ্য ছিল যে বিশ্বের জন্য ভারতেই 4G এবং 5G প্রযুক্তির স্ট্যাক তৈরি করা হবে। এই নয়া প্রযুক্তি স্ট্যাকের সাহায্যে বিশ্বজয় করতে হবে আমাদের।’