বহু ভারতীয় ব্যবহারকারীও ইনস্টাগ্রাম খুলতে পারছিলেন না বলে জানিয়েছেন। ট্র্যাকার ওয়েবসাইট ডাউনডিটেক্টর অনুসারে, বিশ্বের নানা দেশেরই ব্যবহারকারীরা এই ইনস্টাগ্রাম বিভ্রাটের কথা জানিয়েছেন।
2/5বহু ভারতীয় ব্যবহারকারীও ইনস্টাগ্রাম খুলতে পারছিলেন না বলে জানিয়েছেন। ট্র্যাকার ওয়েবসাইট ডাউনডিটেক্টর অনুসারে, বিশ্বের নানা দেশেরই ব্যবহারকারীরা এই ইনস্টাগ্রাম বিভ্রাটের কথা জানিয়েছেন। ফাইল ছবি: এপি (AFP)
3/5Downdetector-এর রিপোর্ট অনুযায়ী, সকাল ৭টা থেকে ভারতে সমস্যা শুরু হয়। প্রায় ২,০০০-এরও বেশি ব্যবহারকারী সমস্যা হচ্ছে বলে অভিযোগ দায়ের করেন। সকাল সাড়ে আটটার দিকে রিপোর্টের সংখ্যা ৪,০০০-এ পৌঁছে যায়। ফাইল ছবি: এএফপি (AFP)
4/5তবে আপাতত ইনস্টাগ্রাম আপাতত রিস্টোর হয়ে গিয়েছে। বেলা ১১টা নাগাদ ডাউনডিটেক্টরে ভারতীয়দের রিপোর্টের সংখ্যা ১০০-রও কম ছিল। ফাইল ছবি: এএফপি (AFP)
5/5ঠিক কী কারণে এই সমস্যা হয়, তা জানায়নি ইনস্টাগ্রাম। সাধারণত কোনও বড় আপডেট বা কোনও প্রযুক্তিগত ত্রুটির কারণেই মাঝে মাঝে সোশ্যাল মিডিয়া সাইটগুলিতে এই সমস্যা হয়। ফাইল ছবি: রয়টার্স (AFP)