মাসে খরচ মাত্র ৩৯৯ টাকা। তাতেই পাবেন ১০০ এমবিপিএস-এ দ্রুত গতির ব্রডব্যান্ড সংযোগ। কোন সংস্থা জানতে চান?
Excitel নামের এই ব্রডব্যান্ড সার্ভিস প্রোভাইডার এই প্ল্যান এনেছে। Airtel Xstream Fiber এবং BSNL Bharat Fiber-এর চেয়েও সস্তায় প্ল্যান দিচ্ছে এই সংস্থা।
এক্সাইটেল-এর সব মিলিয়ে মাত্র তিনটি ব্রডব্যান্ড প্ল্যান আছে। সেগুলি হল ১০০ এমবিপিএস, ২০০ এমবিপিএস এবং ৩০০ এমবিপিএস ডাউনলোড/আপলোড স্পিড। পুরোটাই আনলিমিটেড।
১০০ এমবিপিএস গতির বেস প্ল্যানের খরচ মাসে ৬৯৯ টাকা। ২০০ এমবিপিএস এবং ৩০০ এমবিপিএস প্ল্যানের খরচ যথাক্রমে ৭৯৯ এবং ৮৯৯ টাকা। Excitel-ই বর্তমানে সবচেয়ে সাশ্রয়ী দামে ২০০ Mbps এবং ৩০০ Mbps ব্রডব্যান্ড প্ল্যান অফার করে। তবে আরও মজার অফার আছে সংস্থার।
যত বেশি দিনের ভ্যালিডিটি একবারে নেওয়া হবে, তত বেশিদিনের ছাড় দেওয়া হবে মাসিক খরচে।
উদাহরণস্বরূপ, যদি আপনি ১২ মাসের জন্য ১০০ এমবিপিএস গতির প্ল্যান নেন সেক্ষেত্রে প্রতি মাসে ৬৯৯ টাকার পরিবর্তে মাসে ৩৯৯ টাকা (১২ মাস x ৩৯৯ টাকা) দিতে হবে। ২০০ এমবিপিএস এবং ৩০০ এমবিপিএস প্ল্যানের ক্ষেত্রেও একই অফার প্রযোজ্য।