Jawa 42 Bobber : ভারতে এই মুহূর্তে সবচেয়ে সস্তার ববার এটি। পেরাকের পর বাজারে ফের একটি ববার আনল Jawa। আর দুর্দান্ত লুকে তা নজর কেড়েছে সকলের।
1/11প্রেমের বাঁধনে(ফাঁদে?) পরার আগে কবীর সিংয়ের বাইকটা মনে আছে? সিঙ্গেল সিট। সেটি অবশ্য রয়্যাল এনফিল্ড ছিল। তবে সেটা বড় কথা নয়। আসল ব্যাপারটা হল, ‘মাচো, একলা চলো’ মনোভাবের অনেকেরই এমন সিঙ্গেল সিটই যথেষ্ট। এমন আদ্যোপান্ত বাইকপ্রেমীদের জন্য আরও একটি ববার আনল Jawa। ছবি: হিন্দুস্তান টাইমস (HT Auto)
2/11'ফ্যাক্টরি কাস্টম' রেঞ্জে এর আগে পেরাক এনেছিল Jawa। তারপর এটি সংস্থার দ্বিতীয় ববার জাতীয় মোটরসাইকেল। ছবি: হিন্দুস্তান টাইমস (HT Auto)
3/11তবে এটি পেরাকের থেকে অনেকটাই আলাদা। লুকসেই তা স্পষ্ট। পেরাকের লুক ছিল ম্যাট ফিনিশ, মেটালিক। তবে নতুন Jawa 42 Bobber-এ রঙ অনেক বেশি। ফলে একটু বেশি স্টাইলিশ লুকে যাঁরা নজর কাড়তে চান, এটি তাঁদের জন্য। ছবি: হিন্দুস্তান টাইমস (HT Auto)
4/11Jawa 42 Bobber-এ ইয়েজদি রোডস্টারের ডিজাইনের ফুয়েল ট্যাঙ্ক রয়েছে। ট্যাঙ্কের দুই পাশে গ্রিপ রয়েছে। ছবি: হিন্দুস্তান টাইমস (HT Auto)
5/11এই বাইকে সিট একটাই। অর্থাত্, আপনি ও আপনার বাইকের সম্পর্কের মাধে তৃতীয় কারও আসার কোনও সম্ভাবনাই নেই। বাজারে যদিও কাস্টম রিয়ার সিট ফিটিং পাওয়া যায়। কিন্তু তা-ই যদি করতে হয়, তবে আর ববার কিনে লাভ কী? ছবি: হিন্দুস্তান টাইমস (HT Auto)
6/11এই গাড়ির লাইট সব LED। সামনে হেডলাইট থেকে শুরু করে পিছনের টেইল ল্যাম্প- সবেতেই দুর্দান্তভাবে LED-র উপস্থিতি। এটি গাড়িটিকে প্রকৃত অর্থেই একটি নিও-রেট্রো লুক দেয়। ছবি: হিন্দুস্তান টাইমস (HT Auto)
7/11হ্যান্ডেল বারের শেষে ছোট্ট আয়না। তাতে কাজ চলার মতো রিয়ার ভিউ পেয়ে যাবেন। আর এমন আয়না যে দেখতে বেশ স্টাইলিশ লাগে, তা বলাই বাহুল্য। ছবি: হিন্দুস্তান টাইমস (HT Auto)
8/11৩৩৪ cc ইঞ্জিন। অন্যান্য ক্লাসিক লেজেন্ডস সিরিজের মোটরসাইকেলেও এই একই ইঞ্জিন থাকে। তবে জাওয়া জানিয়েছে, এই ইঞ্জিনটি বিশেষভাবে টিউন করা হয়েছে। ছবি: হিন্দুস্তান টাইমস (HT Auto)
9/11এই ইঞ্জিন ৩০ Ps পিক পাওয়ার এবং ৩২ Nm পিক টর্ক উত্পন্ন করে। ছবি: হিন্দুস্তান টাইমস (HT Auto)
10/11ইন্সট্রুমেন্ট ক্লাস্টারটিও ইয়েজদি রোডস্টারের থেকেই নেওয়া হয়েছে। নেগেটিভ ডিসপ্লে দেখতে ‘কুল’ লাগলেও চড়া সূর্যের আলোতে পড়া কিছুটা কঠিন। ছবি: হিন্দুস্তান টাইমস (HT Auto)
11/11জাওয়া 42-র দাম শুরু হচ্ছে ২.০৯ লক্ষ টাকা(এক্স-শোরুম) থেকে। ৩টি ভেরিয়েন্ট এবং ৩টি রঙে পাবেন। ছবি: হিন্দুস্তান টাইমস (HT Auto)