বাংলা নিউজ > টেকটক > Jio, Airtel vs. Vi: রিচার্জের দাম বৃদ্ধির পর ৪০০ টাকার মধ্যে সেরা প্ল্যান কার?

দেশের তিনটি প্রধান টেলিকম সংস্থার প্রত্যেকেই তাদের প্রিপেড প্ল্যানের দাম বাড়িয়েছে। এয়ারটেল এবং ভোডাফোন-আইডিয়ার নতুন দাম গত সপ্তাহে কার্যকর হয়েছিল। অন্যদিকে একই পথে হেঁটেছে জিও। রবিবার (২৮ নভেম্বর) দাম বৃদ্ধির ঘোষণা করেছে সংস্থা। Jio-র নতুন প্ল্যানগুলি ১ ডিসেম্বর থেকে সক্রিয় হবে৷ আসুন দেখে নেওয়া যাক, এখন ৪০০ টাকার মধ্যে কোন প্ল্যানে গ্রাহকদের লাভ সবচেয়ে বেশি।

Airtel-এর ৪০০ টাকার নিচে প্ল্যান :

এয়ারটেল তার প্রিপেড প্ল্যানে প্রায় ২০-২৫ শতাংশ বৃদ্ধির ঘোষণা করেছে। গত ২৬ নভেম্বর কার্যকর হয়েছে৷

আগের দামএখন দামবেনিফিট
১৪৯ টাকা১৭৯ টাকা২৮ দিন, মোট ২ GB ডেটা,  আনলিমিটেড কল, দিনে ১০০টি SMS
২১৯ টাকা২৬৫ টাকা২৮ দিন, দিনে ১ GB করে ডেটা, আনলিমিটেড কল, দিনে ১০০টি SMS
২৪৯ টাকা২৯৯ টাকা২৮ দিন, দিনে ১.৫ GB করে ডেটা, আনলিমিটেড কল, দিনে ১০০টি SMS
২৯৮ টাকা৩৫৯ টাকা২৮ দিন, দিনে ২ GB করে ডেটা, আনলিমিটেড কল, দিনে ১০০টি SMS

Vodafone-Idea-র ৪০০ টাকার কম প্ল্যান :

বৃহস্পতিবার, ২৫ নভেম্বর থেকে বেড়েছে Vodafone Idea-র প্রিপেড প্ল্যানের দাম।

আগের দামএখন দামবেনিফিট
১৪৯ টাকা১৭৯ টাকা২৮ দিন, মোট ২ জিবি ডেটা, আনলিমিটেড কলিং, মোট ৩০০ টি SMS
 ২১৯ টাকা ২৬৯ টাকা ২৮ দিন, দিনে ১ জিবি ডেটা, আনলিমিটেড কলিং, দিনে ১০০ টি SMS
 ২৪৯ টাকা২৯৯ টাকা ২৮ দিন, দিনে ১.৫ জিবি ডেটা, আনলিমিটেড কলিং, দিনে ১০০ টি SMS
 ২৯৯ টাকা ৩৫৯ টাকা ২৮ দিন, দিনে ২ জিবি ডেটা, আনলিমিটেড কলিং, দিনে ১০০ টি SMS

Jio-র ৪০০ টাকার কম প্ল্যান :

আগামী ১ ডিসেম্বর থেকে সক্রিয় হবে নতুন দাম। শীঘ্রই রিচার্জ করার পরিকল্পনা থাকলে এখনই সেরে ফেলুন। নয়তো বেশি দাম দিতে হবে। এক নজরে দেখে নিন এখনকার এবং পরের দাম।

পুরনো দামনতুন দামবেনিফিট
১২৯ টাকা১৫৫ টাকা২৮ দিন, মোট ২ জিবি ডেটা, আনলিমিটেড ভয়েস কল এবং মোট ৩০০টি SMS
১৪৯ টাকা১৭৯ টাকা২৪ দিন, দিনে ১ জিবি করে ডেটা, আনলিমিটেড ভয়েস কল এবং ১০০টি SMS
১৯৯ টাকা২৩৯ টাকা২৮ দিন, দিনে ১.৫ জিবি করে ডেটা, আনলিমিটেড ভয়েস কল এবং ১০০টি SMS
২৪৯ টাকা২৯৯ টাকা২৮ দিন, দিনে ২ জিবি করে ডেটা, আনলিমিটেড ভয়েস কল এবং ১০০টি SMS

তালিকা তো পেয়েই গেলেন। এবার নিজেই তুলনা করে নিন, কোন প্ল্যানে আপনার সুবিধা হবে সবচেয়ে বেশি। Reliance Jio-র নতুন বেড়ে যাওয়া দামের রিচার্জ প্ল্যান, ডেটা জানতে ক্লিক করুন এই লিঙ্কে।

আরও পড়ুন : Jio: ধামাকাদার অফার Jio-র! ইন্টারনেট শেষ হলেও বিনামূল্যে পাবেন হাইস্পিড ডেটা, কীভাবে?

বন্ধ করুন