বাংলা নিউজ > টেকটক > Jio: ধামাকাদার অফার Jio-র! ইন্টারনেট শেষ হলেও বিনামূল্যে পাবেন হাইস্পিড ডেটা, কীভাবে?

Jio: ধামাকাদার অফার Jio-র! ইন্টারনেট শেষ হলেও বিনামূল্যে পাবেন হাইস্পিড ডেটা, কীভাবে?

ধামাকাদার অফার Jio-র! ইন্টারনেট শেষ হলেও বিনামূল্যে পাবেন হাইস্পিড ডেটা। (ছবিটি প্রতীকী)

কীভাবে সেই ডেটা পাবেন, জেনে নিন।

গ্রাহকদের জন্য বিভিন্ন অফার দেয় রিলায়েন্স জিয়ো। সস্তায় বিভিন্ন রিচার্জ প্ল্যান আছে। তারইমধ্যে গ্রাহকদের জন্য নয়া পরিষেবা চালু করেছে টেলিকম সংস্থা। সেই পরিষেবার আওতায় গ্রাহকরা প্রাথমিকভাবে বিনামূল্যে এমার্জেন্সি ডেটা পাবেন। অর্থাৎ বিনামূল্যে এমার্জেন্সি ডেটা নেওয়ার পরে টাকা দিতে পারবেন। সঙ্গে সঙ্গেই যে টাকা দিতে হবে, এমন কোনও বিষয় নেই। একনজরে দেখে নিন সেই রিচার্জ প্ল্যানের বিষয়ে -

এমার্জেন্সি ডেটা পাওয়ার জন্য কত টাটা দিতে হবে?

আপনি যদি এমার্জেন্সি ডেটা নেন, তাহলে পরে ১১ টাকা দিতে হবে। আপনার যদি পাঁচ জিবি ডেটা নিতে চান, তাহলে একসঙ্গে নিতে হবে পাঁচটি প্ল্যান। সেক্ষেত্রে পরে আপনাকে ৫৫ টাকা ফেরত দিতে হবে।  আপনি যে কোনও সময় সেই টাকা দিতে পারেন। কোনও নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেয়নি রিলায়েন্স জিয়ো।

প্রাথমিকভাবে বিনামূল্যে এক জিবি ডেটা পাওয়ার জন্য কীভাবে আবেদন করবেন?

১) নিজের ফোনে MyJio অ্যাপ খুলুন। 

২) একেবারে উপরের বাঁ-দিকে ‘Menu’-তে যান। 

৩) 'Emergency Data Loan' বেছে নিন। তারপর ‘Proceed’-এ ক্লিক করুন।

৪) 'Get emergency data'-তে ক্লিক করুন।

৫) এমার্জেন্সি ডেটা পাওয়ার জন্য Activate now-তে ক্লিক করুন।

৬) সেটা করলেই বিনামূল্যে এক ডিবি ডেটা পাবেন।

বন্ধ করুন