গ্রাহকদের জন্য বিশেষ ভ্যালেন্টাইন্স ডে প্রিপেইড প্ল্যান ঘোষণা করল রিলায়েন্স জিও। শুধু রিচার্জই নয়। সেই সঙ্গে খাওয়াদাওয়া, বেড়ানো এবং উপহারও মিলবে এই অফারে।
ভ্যালেন্টাইনস ডে অফারে ৩৪৯, ৮৯৯ এবং ২,৯৯৯ টাকার প্ল্যানের সঙ্গে বেশ কিছু ডিল পাবেন। গত ১০ ফেব্রুয়ারি থেকে এই অফার শুরু হয়। তবে কতদিন এই অফার থাকবে, তা জানায়নি জিও।
Jio-র ভ্যালেন্টাইন্স ডে অফারে কী কী পাবেন?
Jio-র এই প্যাকেজ অফারে বিনামূল্যে ১২ GB 4G ডেটা ভাউচার পাবেন। তাছাড়া এই প্ল্যানে রিচার্জ করলেই ফ্লাইট রিজার্ভেশনে ৭৫০ টাকার ছাড় পাবেন। তবে সেই ডিসকাউন্টের সুবিধা পেতে lxigo-র মাধ্যমে টিকিট কিনতে হবে। টিকিটের দাম ন্যুনতম ৪,৫০০ টাকা হতে হবে। আরও পড়ুন: Jio vs Airtel: দুই প্ল্যানেই Amazon Prime, Disney + Hotstar আনলিমিটেড ডেটা! কোনটা নেবেন?
এর পাশাপাশি ফার্ন অ্যান্ড পেটাল-এ ৭৯৯ টাকার কেনাকাটায় ১৫০ টাকার ছাড় পাবেন। এর পাশাপাশি ম্যাকডোনাল্ডসের ১৯৯ টাকার বেশি দামের যে কোনও বার্গারে ১০৫ টাকার ছাড় পাবেন।
Jio-র ৩৪৯ টাকার প্ল্যান
জিও-র এই প্ল্যানের মেয়াদ ৩০ দিন। প্ল্যানে ৭৫ জিবি ইন্টারনেট ডেটা পাবেন। দিনে ২.৫ জিবি করে। এর পাশাপাশি আনলিমিটেড কলিং ও ১০০টি ফ্রি SMS পাবেন।
Jio-র ৮৯৯ টাকার প্ল্যান
এই প্ল্যানের মোট মেয়াদ ৯০ দিনের। এই প্ল্যানে ২২৫ জিবি মোট ডেটা পাবেন। অর্থাত্ দিনে প্রায় ২.৫ জিবি করে ডেটা পাবেন। এই প্ল্যানেও আনলিমিটেড কলিং পাবেন। দিনে ১০টি SMS বিনামূল্যে পাঠাতে পারবেন। এর পাশাপাশি জিও অ্যাপসের ফ্রি অ্যাকসেসও পাবেন।
Jio-র ২,৯৯৯ টাকার প্ল্যান
এই প্ল্যানের দামও বেশি। ফিচার্সও বেশি। এই প্ল্যানের মেয়াদ ৩৬৫ দিন। অর্থাত্ একবার রিচার্জ করলেই টানা এক বছর একেবারে নিশ্চিন্ত। ২.৫ জিবি করে দৈনিক ডেটা পাবেন। মোট ৯১২.৫ জিবি ডেটা। এছাড়া আনলিমিটেড কল, দৈনিক ১০০টি SMS পাবেন। আরও পড়ুন: Jio, Airtel, Vi Cheapest Plan: কাদের প্ল্যানে রিচার্জ করলে সবচেয়ে বেশি লাভ?
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup