বাংলা নিউজ > টেকটক > দিনে ৩ GB ডেটা, ফ্রি'তে Disney+Hotstar - Jio, Vi, Airtel-র মধ্যে সস্তা প্ল্যান কার?

দিনে ৩ GB ডেটা, ফ্রি'তে Disney+Hotstar - Jio, Vi, Airtel-র মধ্যে সস্তা প্ল্যান কার?

সম্প্রতি রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়েছে ভোডাফোন আইডিয়া, জিয়ো এবং এয়ারটেল।

একনজরে দেখে নিন, কোন সংস্থার প্ল্যান সবথেকে বেশি সস্তা?

সম্প্রতি রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়েছে ভোডাফোন আইডিয়া, জিয়ো এবং এয়ারটেল। তিনটি টেলিকম সংস্থারও এমন রিচার্জ প্ল্যান আছে, যাতে দৈনিক তিন জিবি ডেটা দেওয়া যায়। সেইসঙ্গে Disney+Hotstar-এর সাবস্ক্রিপশন পাওয়া যায়। একনজরে দেখে নিন, কোন সংস্থার প্ল্যান সবথেকে বেশি সস্তা -

রিলায়েন্স জিয়োর ৬০১ টাকার প্ল্যান

১) প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিন।

২) দৈনিক ৩ জিবি ডেটা পাওয়া যাবে। সঙ্গে বাড়তি ছ'জিবি ডেটা মিলবে। সার্বিকভাবে ৯০ জিবি ডেটা পাওয়া যাবে।

৩) দৈনিক বিনামূল্যে ১০০ টি এসএমএস করা যাবে।

৪) এক বছরের জন্য বিনামূল্যে Disney+Hotstar-এর সাবস্ক্রিপশন মিলবে। 

৫) সেইসঙ্গে বিনামূল্যে JioTV, JioCinema, JioSecurity এবং JioCloud-র সাবস্ক্রিপশন পাওয়া যাবে। 

৬) আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধা আছে।

ভোডাফোন-আইডিয়ার ৫০১ টাকার প্ল্যান

১) ২৮ দিনের ভ্যালিডিটি।

২) দৈনিক ৩ জিবি ডেটা পাওয়া যায়। সেইসঙ্গে ১৬ জিবি বাড়তি ডেটা মিলবে। সার্বিকভাবে ১০০ জিবি ডেটা পাবেন গ্রাহকরা। Binge All Night-র সুবিধা মিলবে। যে বাড়তি ডেটা পড়ে থাকে, তা ব্যবহার করা যাবে। 

৩) দিনে বিনামূল্যে ১০০ টি এসএমএস করা যাবে।

৪) বিনামূল্যে Disney+Hotstar সাবস্ক্রিপশন মিলবে। এক বছরের সাবস্ক্রিপশন পাবেন।

৫) আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধা পাবেন।

৬) বিনামূল্যে Vi Movies এবং Vi TV-এর সাবস্ক্রিপশন পাওয়া যাবে।

এয়ারটেলের ৫৯৯ টাকার প্ল্যান

১) ২৮ দিনের ভ্যালিডিটি মিলবে এই প্ল্যানে।

২) দৈনিক ৩ জিবি পাওয়া যাবে। মোট ৮৪ জিবি ডেটা পাওয়া যাবে।

৩) মোবাইলে এক বছরের জন্য বিনামূল্যে Disney+Hotstar-এর সাবস্ক্রিপশন মিলবে।

৪) Wynk Music, Hello Tunes, Amazon Prime Video Mobile Edition Free Trial-র সাবস্ক্রিপশন মিলবে। 

৫) আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধা মিলবে।

৬) বিনামূল্যে ১০০ টি এসএমএস করা যাবে।

বন্ধ করুন