বাংলা নিউজ > টেকটক > Jio vs Airtel: দুই প্ল্যানেই Amazon Prime, Disney + Hotstar আনলিমিটেড ডেটা! কোনটা নেবেন?

Jio vs Airtel: দুই প্ল্যানেই Amazon Prime, Disney + Hotstar আনলিমিটেড ডেটা! কোনটা নেবেন?

ফাইল ছবি: জিও এবং এয়ারটেল (Jio & Airtel)

এই প্রতিবেদনে Jio এবং Airtel-এর ৯৯৯ টাকার ব্রডব্যান্ড প্ল্যানের বিষয়ে জানতে পারবেন। টাকার অঙ্কটা বড় মনে হতেই পারে। কিন্তু এই প্ল্যানগুলিতে সুবিধাও অনেক। ফলে কারও কারও ক্ষেত্রে এই প্ল্যানের ফলে উল্টে সাশ্রয়ও হতে পারে। তবে পুরোটাই আপনার ব্যবহার এবং চাহিদার উপর নির্ভর করছে।

Jio এবং Airtel ভারতের বৃহত্তম দুই টেলিকম অপারেটর। মোবাইল, ব্রডব্যান্ড পরিষেবার মাধ্যমে দেশের প্রায় প্রতিটি প্রান্তে বর্তমানে পরিষেবা দেয় দুই সংস্থা।

দুই কোম্পানিই অজস্র প্ল্যান রয়েছে। এবং বেনিফিট অনুযায়ী নানা ধরণের অফার থাকে। এদিকে আমরা সাধারণত একই প্ল্যানে নিয়মিত রিচার্জ করতে থাকি। সেই কারণে নতুন কোনও প্ল্যানের বিষয়ে সেভাবে ভেবে দেখা হয় না।

তবে চিন্তা নেই। এই প্রতিবেদনে Jio এবং Airtel-এর ৯৯৯ টাকার ব্রডব্যান্ড প্ল্যানের বিষয়ে জানতে পারবেন। টাকার অঙ্কটা বড় মনে হতেই পারে। কিন্তু এই প্ল্যানগুলিতে সুবিধাও অনেক। ফলে কারও কারও ক্ষেত্রে এই প্ল্যানের ফলে উল্টে সাশ্রয়ও হতে পারে। তবে পুরোটাই আপনার ব্যবহার এবং চাহিদার উপর নির্ভর করছে। আরও পড়ুন: Jio, Airtel, Vi Cheapest Plan: কাদের প্ল্যানে রিচার্জ করলে সবচেয়ে বেশি লাভ?

উভয় প্ল্যানেই কলিং, ডেটা এবং OTT বান্ডেল সহ বেশ কিছু সুবিধা পাবেন। দুই সংস্থাই মাসিক মেয়াদে এই প্ল্যান অফার করে। অর্থাত্ প্রতি ৩০ মাস অন্তর আপনাকে রিচার্জ করতে হবে।

তবে দুই প্ল্যানের সমস্ত ফিচারই এক, এমনটা কিন্তু নয়। এয়ারটেল ও জিও-র এই দুই প্ল্যানের মধ্যেও কিছু ছোট পার্থক্য রয়েছে।

তাই বেশি সময় নষ্ট না করে আসুন, জেনে নেওয়া যাক, Jio এবং Airtel-এর ৯৯৯ টাকার ব্রডব্যান্ড প্ল্যান দু'টির বিষয়ে। কোন সংযোগ নিলে আপনার লাভ হবে, সেটা আপনি নিজেই বেছে নিতে পারবেন।

JioFiber ৯৯৯ টাকার প্ল্যান

Jio-র এই ব্রডব্যান্ড রিচার্জ প্ল্যানে ১৫০ Mbps (১৫০ Mbps আপলোড এবং ডাউনলোড) গতিতে সীমাহীন ডেটা এবং কলিং পাবেন।

প্ল্যানে কিছু OTT বেনিফিটও রয়েছে। যেমন এই একটি রিচার্জ করলেই Amazon Prime Video, Disney + Hotstar, Voot Select, Sony Liv, Zee5-সহ মোট ১৫টি OTT অ্যাপের সাবস্ক্রিপশন পেয়ে যাবেন। এছাড়াও, ব্যবহারকারীরা চাইলে অন-ডিমান্ড এই প্ল্যানে টিভিও জুড়তে পারেন। সেক্ষেত্রে একই সঙ্গে ৫৫০টিরও বেশি টিভি চ্যানেলের অ্যাক্সেস পেয়ে যাবেন।

Airtel Extreme ৯৯৯ টাকার প্ল্যান

Airtel-এর ৯৯৯ টাকার এই প্ল্যান 'এন্টারটেইনমেন্ট প্যাক' হিসাবে রেখেছে সংস্থা। এই

প্ল্যানে ২০০ Mbps পর্যন্ত ইন্টারনেট স্পিড পাবেন। অর্থাত্, Jio-র থেকে খাতায়-কলমে স্পিড বেশি। তাছাড়া আনলিমিটেড কলিংও পাচ্ছেন। Disney + Hotstar এবং Amazon Prime সাবস্ক্রিপশনও পাবেন।

এছাড়াও, এয়ারটেল এক্সট্রিম প্রিমিয়াম প্ল্যানে ক্যাশব্যাক, অ্যাপোলো 24/7 সাবস্ক্রিপশন,

FASTag এবং Wynk প্রিমিয়ামের মতো বেনেফিট পাবেন। আরও পড়ুন: Jio, Airtel ও Vi-এর সেরা বার্ষিক প্ল্যান এগুলিই, রইল সম্পূর্ণ তালিকা

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

টেকটক খবর

Latest News

‘অশৌচ’ বলেও বাড়িতে পুজোর আয়োজন! কারণ জানাতেই ট্রোলড, পোস্ট মুছলেন শ্রুতি বালিগঞ্জ ২১পল্লির পুজোয় মুখ্যমন্ত্রীর সঙ্গে ছেলের ছবি দিয়ে কী বললেন সুদীপা? ‘চোখের সামনে খুনি গর্ভমেন্ট দুর্গাপুজো উৎসবের উদ্বোধনে ব্যস্ত, আর আমরা চুপ কেন?' এই টুকটুকে লাল ফলই নানা রোগের মুশকিল আসান! কিন্তু মেলে বছরে মাত্র দু'মাস রাজ্য সরকারকে দেওয়া হল চূড়ান্ত সময়সীমা, কর্মবিরতি তুলে নিলেন জুনিয়র ডাক্তাররা বিরাট সাফল্য! ছত্তিশগড়ের জঙ্গলে নিরাপত্তাবাহিনীর হাতে খতম অন্তত ৩০ মাওবাদী পুজোর দিনেও বাড়ির আনাচে কানাচে পিঁপড়ের উৎপাত? রেহাই দেবে এই সহজ ঘরোয়া উপায় রান্নাঘরে সিঙ্কের তলায় এসব কেউ জমায়! পুজোয় ঘর সাফাইয়ের গোড়ায় কী কী ফেলে দেবেন ‘রাতে আমার বেডরুমে…’, বলিউডের প্রথম সারির নায়কের হাতে হেনস্থার শিকার হন মল্লিকা ‘‌আমি দশ বছর ধরে লড়াই করছি’‌, বাংলা ভাষা ধ্রুপদী ভাষার স্বীকৃতি নিয়ে দাবি মমতার

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.