বাংলা নিউজ > টেকটক > Jio: ইনস্টলেশনের খরচ লাগবে না! ৩৯৯ টাকায় অঢেল ডেটা, OTT

Jio: ইনস্টলেশনের খরচ লাগবে না! ৩৯৯ টাকায় অঢেল ডেটা, OTT

  ফাইল ছবি : হিন্দুস্তান টাইমস বাংলা  (HT Bangla)

মাসে ৩৯৯ টাকা খরচ করলেই মিলবে দ্রুতগতির ইন্টারনেট পরিষেবা। অনলাইন পড়াশোনা, কাজ থেকে বিনোদন, সবই হয়ে যাবে।

পোস্টপেইড সাবস্ক্রিপশন প্ল্যানের অপশন প্রসারিত করল Jio Fiber। ছয়টি নতুন 'Entertainment Plans' আনল রিলায়েন্স জিও। এই প্ল্যানের সবচেয়ে ভাল দিকটি হল, 'জিরো এন্ট্রি কস্ট'।

২২ এপ্রিল থেকে এই প্ল্যানগুলি কার্যকর হয়েছে। প্রতিটি প্ল্যানই আনলিমিটেড।

ফলে বর্তমানে এন্ট্রি লেভেল ইন্টারনেট প্ল্যানের মধ্যে Jio-র এই প্ল্যানটি অন্যতম সেরা হতে চলেছে। মাসে ৩৯৯ টাকা খরচ করলেই মিলবে দ্রুতগতির ইন্টারনেট পরিষেবা। অনলাইন পড়াশোনা, কাজ থেকে বিনোদন, সবই হয়ে যাবে। আরও পড়ুন : 'বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে যাবে', এরকম মেসেজ পেয়েছেন? ভুলেও এই কাজটা করবেন না

তাছাড়া এই প্ল্যানে এমনিতেই কোনও ইনস্টলেশন চার্জ নেওয়া হচ্ছে না। ফলে সেই টাকায় একটি ওয়াইফাই রাউটার লাগিয়ে নেওয়া যেতে পারে। ফলে একাধিক ডিভাইসেরই কাজ সারা যাবে।

৩৯৯ টাকার প্ল্যান :

ইন্টারনেট স্পিড : ৩০ MBPS

সঙ্গে ১০০ টাকা খরচ করলেই পেয়ে যাবে এন্টারটেইনমেন্ট প্ল্যান। ২০০ টাকা অতিরিক্ত খরচ করলে পাবেন বিশেষ এন্টারটেইনমেন্ট প্লাস প্ল্যান। তাতে ১৪টি পর্যন্ত জনপ্রিয় OTT-র সাবস্ক্রিপশন মিলবে। ১৪টি অ্যাপের মধ্যে রয়েছে Disney+ Hotstar, Zee5, Sonyliv, Voot, Sunnxt, Discovery+, Hoichoi, Altbalaji, Eros Now, Lionsgate, ShemarooMe, Universal+, Voot Kids, JioCinema ।

বন্ধ করুন