বাংলা নিউজ > টেকটক > Jio: 5G-র গুঁতোয় বাড়তে পারে সব প্ল্যানের দাম! আশঙ্কা Jefferies-এর

Jio: 5G-র গুঁতোয় বাড়তে পারে সব প্ল্যানের দাম! আশঙ্কা Jefferies-এর

ফাইল ছবি : টুইটার  (Twitter)

আগামীর পরিকাঠামো তৈরির জন্য ২ লক্ষ কোটি টাকা বিনিয়োগের বিষয়েও জানান মুকেশ আম্বানি। কিন্তু এই বিনিয়োগের প্রভাব পড়তে পারে গ্রাহকদের উপরেও। এমনই আশঙ্কার কথা বলছে এক সংস্থা।

5G আনছে রিলায়েন্স জি। সোমবার কোম্পানির এজিএম ছিল। তাতে ৫জি রোলআউটের বিষয়ে জানান চেয়ারম্যান মুকেশ আম্বানি। আগামীর পরিকাঠামো তৈরির জন্য ২ লক্ষ কোটি টাকা বিনিয়োগের বিষয়েও জানান তিনি। কিন্তু এই বিনিয়োগের প্রভাব পড়তে পারে গ্রাহকদের উপরেও। এমনই আশঙ্কার কথা বলছে এক সংস্থা। শেয়ার বাজার গবেষণা সংস্থা জেফারিসের এক রিপোর্টে এমনটাই বলা হয়েছে। সংস্থা বলে, এই খরচ পোষাতে রিচার্জের দাম বাড়াতে হতে পারে জিওকে।

Jefferies তাদের রিপোর্টে জানিয়েছে, ২০২১-২২ সালে Reliance Jio-র ব্যবহারকারী পিছু গড় আয় (ARPU) ১৫০ টাকা করে ছিল। এখন সেটা বেড়ে ১৭৬ টাকা হয়ে গিয়েছে। Jefferies-এর মতে, ২০২৫ সালের মধ্যে শুল্ক বাড়ানো হলে, সেক্ষেত্রে জিও-র আয় ব্যবহারকারী প্রতি ২০০ টাকারও বেশি হয়ে যেতে পারে। প্রিপেড এবং পোস্ট পেড রিচার্জের দাম বাড়ালে, তবেই আয় বাড়বে সংস্থার।

5G স্পেকট্রামের নিলামের পরপরই মোবাইলের রিচার্জের খরচ বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে। মোট তিনটি টেলিকম সংস্থা এবং আদানি গ্রুপ 5G স্পেকট্রাম নিলামে ১,৫০,১৭৩ কোটি টাকার দর হেঁকেছে। এর ফলস্বরূপ মোবাইলের শুল্ক বাড়তে বাধ্য বলে মনে করছেন অনেকে।

রিলায়েন্স জিও মোট ৮৮,০৭৮ কোটি টাকার বিড করেছে। আগামী দুই মাসের মধ্যেই দীপাবলি। আর তার মধ্যেই দেশের ১৩টি বড় শহরে 5G মোবাইল পরিষেবা চালু করবে জিও।

জেফারিসের অনুমান, 5G-তে এই বিপুল বিনিয়োগের রিটার্ন পেতে হলে, সংস্থাগুলিকে তাদের আয় বাড়াতে হবে। এমতাবস্থায় রিচার্জের দর বাড়াতে হতে পারে। এর আগে, ২০২১ সালের শেষে এয়ারটেল, ভোদাফোন আইডিয়া ও রিলায়েন্স জিও প্রিপেইড মোবাইলের ট্যারিফ বাড়িয়েছিল।

বন্ধ করুন