বাংলা নিউজ > টেকটক > Jio: 5G-র গুঁতোয় বাড়তে পারে সব প্ল্যানের দাম! আশঙ্কা Jefferies-এর

Jio: 5G-র গুঁতোয় বাড়তে পারে সব প্ল্যানের দাম! আশঙ্কা Jefferies-এর

ফাইল ছবি : টুইটার  (Twitter)

আগামীর পরিকাঠামো তৈরির জন্য ২ লক্ষ কোটি টাকা বিনিয়োগের বিষয়েও জানান মুকেশ আম্বানি। কিন্তু এই বিনিয়োগের প্রভাব পড়তে পারে গ্রাহকদের উপরেও। এমনই আশঙ্কার কথা বলছে এক সংস্থা।

5G আনছে রিলায়েন্স জি। সোমবার কোম্পানির এজিএম ছিল। তাতে ৫জি রোলআউটের বিষয়ে জানান চেয়ারম্যান মুকেশ আম্বানি। আগামীর পরিকাঠামো তৈরির জন্য ২ লক্ষ কোটি টাকা বিনিয়োগের বিষয়েও জানান তিনি। কিন্তু এই বিনিয়োগের প্রভাব পড়তে পারে গ্রাহকদের উপরেও। এমনই আশঙ্কার কথা বলছে এক সংস্থা। শেয়ার বাজার গবেষণা সংস্থা জেফারিসের এক রিপোর্টে এমনটাই বলা হয়েছে। সংস্থা বলে, এই খরচ পোষাতে রিচার্জের দাম বাড়াতে হতে পারে জিওকে।

Jefferies তাদের রিপোর্টে জানিয়েছে, ২০২১-২২ সালে Reliance Jio-র ব্যবহারকারী পিছু গড় আয় (ARPU) ১৫০ টাকা করে ছিল। এখন সেটা বেড়ে ১৭৬ টাকা হয়ে গিয়েছে। Jefferies-এর মতে, ২০২৫ সালের মধ্যে শুল্ক বাড়ানো হলে, সেক্ষেত্রে জিও-র আয় ব্যবহারকারী প্রতি ২০০ টাকারও বেশি হয়ে যেতে পারে। প্রিপেড এবং পোস্ট পেড রিচার্জের দাম বাড়ালে, তবেই আয় বাড়বে সংস্থার।

5G স্পেকট্রামের নিলামের পরপরই মোবাইলের রিচার্জের খরচ বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে। মোট তিনটি টেলিকম সংস্থা এবং আদানি গ্রুপ 5G স্পেকট্রাম নিলামে ১,৫০,১৭৩ কোটি টাকার দর হেঁকেছে। এর ফলস্বরূপ মোবাইলের শুল্ক বাড়তে বাধ্য বলে মনে করছেন অনেকে।

রিলায়েন্স জিও মোট ৮৮,০৭৮ কোটি টাকার বিড করেছে। আগামী দুই মাসের মধ্যেই দীপাবলি। আর তার মধ্যেই দেশের ১৩টি বড় শহরে 5G মোবাইল পরিষেবা চালু করবে জিও।

জেফারিসের অনুমান, 5G-তে এই বিপুল বিনিয়োগের রিটার্ন পেতে হলে, সংস্থাগুলিকে তাদের আয় বাড়াতে হবে। এমতাবস্থায় রিচার্জের দর বাড়াতে হতে পারে। এর আগে, ২০২১ সালের শেষে এয়ারটেল, ভোদাফোন আইডিয়া ও রিলায়েন্স জিও প্রিপেইড মোবাইলের ট্যারিফ বাড়িয়েছিল।

Haryana and JNK Election Haryana and JNK Election
টেকটক খবর

Latest News

গুগল সবথেকে ভালো, মানেন প্রতিযোগীরাও, কোর্টের রায় নিয়ে এই প্রথম মুখ খুললেন পিচাই ‘‌চিকিৎসক সত্তা থেকে তাগিদ অনুভব করেই এখানে এসেছি’‌, অনশন মঞ্চে তৃণমূল বিধায়ক অনন্যার গোপন ভিডিয়ো ফাঁসের হুমকি আরিয়ানের! শাহরুখ পুত্রকে নিয়ে অভিযোগ নায়িকার দশমীর পর গুরু-শুক্রর সমসপ্তক যোগ, ৪ রাশির খুলবে ভাগ্যর দ্বার ৬৮,০০০ মার্কিন ডলার মুক্তিপণ চেয়েছিল সাইবার হ্যাকাররা, মেনে নিল স্টার হেলথ ১টা ডটের শাস্তি! রিশাদের বাকি ৫ বলে ৫ ছক্কা সঞ্জুর, ওভারে উঠল ৩০ রান- ভিডিয়ো কোলে ইয়ালিনি,ছেলের হাত ধরে! দু-হাতে সন্তানদের সামলাচ্ছেন রাজের 'দুর্গা' শুভশ্রী ধোনি-পন্তদেরও নেই এই নজির, ৪০ বলের বিধ্বংসী T20I শতরানে ইতিহাস গড়লেন স্যামসন আম্বানিকে টপকে ধনীদের তালিকায় শীর্ষে আদানি, তিন নম্বরে উঠে এলেন সাবিত্রী দুর্গাপুজোর কার্নিভালের দিনই ‘দ্রোহের কার্নিভাল’, ডাক জয়েন্ট প্ল্যাটফর্ম ডক্টর্স

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.