প্রকাশ্যে এল নতুন Kawasaki ZX-10R 2023। সুপারবাইকে... more
প্রকাশ্যে এল নতুন Kawasaki ZX-10R 2023। সুপারবাইকের দাম ১৫.৯৯ লক্ষ টাকা (অন-শোরুম দাম)। অর্থাত্ কর মিলিয়ে প্রায় ৩টি এন্ট্রি লেভেল মোটরগাড়ির সমান দাম এই মোটরসাইকেলের।
1/4ভারতে নতুন ZX-10R স্পোর্টসবাইক লঞ্চ করল Kawasaki। দাম ১৫.৯৯ লক্ষ টাকা (এক্স-শোরুম)। আউটগোয়িং মডেলের চেয়েও ৮৫,০০০ টাকা বেশি দাম এই নতুন ২০২৩ সালের মডেলের। ছবি: কাওয়াসাকি (Kawasaki)
2/4ভারতের আমজনতা মেরেকেটে ২৫০-৩৫০ সিসির মোটরসাইকেল চালান। কিন্তু এই বাইকটি মোটেও সাধারণ নয়। ইনলাইন-ফোর-কুলড ৯৯৮ সিসির ইঞ্জিন আছে এই সুপারবাইকে। ছবি: কাওয়াসাকি (Kawasaki)
4/4চালানোর স্বাচ্ছন্দ্যের জন্য একগুচ্ছ সম্পূর্ণ ইলেকট্রনিক রাইডার এইডস থাকছে নতুন Kawasaki ZX-10R-এ। রয়েছে কর্নারিং ABS, ট্র্যাকশন কন্ট্রোল, ক্রুজ কন্ট্রোল এবং চারটি রাইডিং মোড-স্পোর্ট, রোড, রেইন এবং রাইডার। ফলে আপনি যে পরিস্থিতি, রাস্তায় চালাচ্ছেন, সেই অনুযায়ী বদলে নিতে পারবেন। ছবি: কাওয়াসাকি (Kawasaki)