বাংলা নিউজ > টেকটক > Kolkata Boy Wins Google Doodle contest- দেশের সেরা হল কলকাতার শ্লোক মুখার্জী

Kolkata Boy Wins Google Doodle contest- দেশের সেরা হল কলকাতার শ্লোক মুখার্জী

ফাইল ছবি: গুগল ডুডল (Google Doodle)

Kolkata Boy Wins Google Doodle: লক্ষাধিক সৃষ্টিশীল পড়ুয়াদের মধ্যে গুগল ডুডলের সবচেয়ে পছন্দ হয় কলকাতার শ্লোকের আঁকা। তার সৃষ্টিশীল এবং অনুপ্রেরণামূলক ডুডল জিতে নেয় সেরার পুরস্কার। শ্লোকের আঁকার থিম ছিল, 'মধ্যমণি ভারত'।

KOLKATA, WEST BENGAL : Kolkata Boy Wins Google Doodle: গুগলে সেরার সেরা হল কলকাতার শ্লোক মুখার্জী। ভারতে গুগল ডুডল প্রতিযোগিতায় এই বছরের সেরার শিরাপা পেল নিউ টাউনের বাসিন্দা এই খুদে শিল্পী। দিল্লি পাবলিক স্কুলের পড়ুয়া শ্লোক। তার এই গুগল ডুডলের থিম ছিল ভারতের বৈজ্ঞানিক অগ্রগতিকে তুলে ধরা। আরও পড়ুন:  ৯৭ লক্ষ মানুষের কাছ থেকে ১ ডলার করে 'মুক্তিপণ' চাই! না হলেই ডেটা ফাঁস: রিপোর্ট

'আগামী ২৫ বছরে আমার ভারত যেমনটা হবে...'

এই থিমই স্থির করে দিয়েছিল গুগল। গুগল ডুডলের রীতিমাফিক, গুগলের প্রধান লোগোকে কেন্দ্র করেই তা আঁকতে হত। এই বছরের প্রতিযোগিতায় দেশের বিভিন্ন রাজ্যের মোট ১ লক্ষ ১৫ হাজারেরও বেশি পড়ুয়া অংশ নেয়। প্রথম থেকে দশম শ্রেণী, সব বয়সীই ছাত্র-ছাত্রীরা তাঁদের কল্পনা খাতায় তুলে ধরে।

আর সেই লক্ষাধিক সৃষ্টিশীল পড়ুয়াদের মধ্যে গুগল ডুডলের সবচেয়ে পছন্দ হয় কলকাতার শ্লোকের আঁকা। তার সৃষ্টিশীল এবং অনুপ্রেরণামূলক ডুডল জিতে নেয় সেরার পুরস্কার। শ্লোকের আঁকার থিম ছিল, 'মধ্যমণি ভারত'।

শ্লোক তার এই আঁকার পিছনে ভাবনা ব্যাখা করেছে। তার সেই অভিনব ভাবনা অনুযায়ী, আগামী ২৫ বছরে আমার ভারতে বিজ্ঞানীরা মানবতার উন্নতির জন্য পরিবেশ-বান্ধব রোবট তৈরি করবে। ভারত পৃথিবী থেকে মহাকাশে নিয়মিত আন্তঃগ্রহ ভ্রমণ করবে। ভারত যোগ এবং আয়ুর্বেদের ক্ষেত্রে আরও উন্নতি করবে এবং আগামী বছরগুলিতে আরও শক্তিশালী হয়ে উঠবে।

শ্লোকের এই ডুডল ১৪ নভেম্বর, ২০২২-এ ২৪ ঘণ্টা ধরে Google.co.in-এ দেখা যাবে। Google-এর এই বিচারক প্যানেলের জন্য এই বছর অভিনেতা, চলচ্চিত্র নির্মাতা, নীনা গুপ্তা রয়েছেন। আছেন টিঙ্কল কমিকসের প্রধান সম্পাদক, কুরিয়াকোস ভাইসিয়ান, শিল্পী এবং উদ্যোক্তা আলীকা ভাট এবং Google ডুডল টিম। তাঁদের বিচার অনুযায়ী সারা দেশ থেকে ২০ ফাইনালিস্টকে বেছে নেওয়া হয়। এতজনের মধ্যে থেকে এই কয়েকজনের আঁকা বেছে নেওয়া যে মোটেও সহজ কাজ ছিল না, তা বলাই বাহুল্য। আঁকাগুলির সৃষ্টিশীলতা, থিমের সঙ্গে সাদৃশ্য ইত্যাদির উপর ভিত্তি করে বাছাই করা হয়। আরও পড়ুন: Twitter Blue: মাস্কের ‘ফ্লপ’ সাবস্ক্রিপশন নীতি বন্ধ করল টুইটার, আর কেনা যাবে না ‘ব্লু টিক’

এই ২০টি এনট্রি পরে পাবলিক ভোটিংয়ের জন্য আপলোড করে গুগল ডুডল। সেখানে ভোটিংয়ে সবচেয়ে বেশি ভোট পায় শ্লোকের আঁকাটি।

বন্ধ করুন