Leaving WhatsApp Groups Silently: বিরক্তিকর হোয়্যাটসঅ্যাপ গ্রুপ থেকে মুক্তি পাওয়ার জিয়নকাঠি দিল মেটা। সেইসঙ্গে আরও দুটি নয়া ফিচার্স চালু করা হল। মেটার দাবি, 'আপনার মেসেজকে সুরক্ষিত রাখার জন্য আমরা নয়া উপায় তৈরি করব এবং মুখোমুখি কথোপকথনের মতো তা ব্যক্তিগত ও গোপন রাখার চেষ্টা করব।'
1/6বিরক্তিকর হোয়্যাটসঅ্যাপ গ্রুপে আছেন? কিন্তু চক্ষুলজ্জায় সেই গ্রুপ থেকে বেরিয়ে যেতে পারছেন না? এবার সেই ঝঞ্জাট থেকে মুক্তি পেতে চলেছেন হোয়্যাটসঅ্যাপ ব্যবহারকারীরা। চুপচাপ গ্রুপ থেকে বেরিয়ে যেতে পারবেন। সকলে টের পাবেন না। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)
2/6মঙ্গলবার গোপনীয়তা সংক্রান্ত তিনটি নয়া ফিচার্স চালু করেছে হোয়্যাটসঅ্যাপ। মেসেজিং অ্যাপের মূল সংস্থা মেটার সিইও মার্ক জুকারবার্গ বলেছেন, ‘ফেসবুকে গোপনীয়তা সংক্রান্ত নয়া নীতি আসছে - সবাইকে না জানিয়েই গ্রুপ চ্যাট ত্যাগ করা; অনলাইন থাকার সময় কারা দেখতে পাবেন, তা নিয়ন্ত্রণ করা এবং View Once মেসেজের স্ক্রিনশট তোলা আটকানো।’
3/6হোয়্যাটসঅ্যাপের মূল সংস্থা মেটার সিইও বলেন, 'আপনার মেসেজকে সুরক্ষিত রাখার জন্য আমরা নয়া উপায় তৈরি করব এবং মুখোমুখি কথোপকথনের মতো তা ব্যক্তিগত ও গোপন রাখার চেষ্টা করব।' (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)
4/6নয়া ‘Leave Groups Silently’ ফিচার্স অনুযায়ী, এবার কোনও WhatsApp গ্রুপ থেকে চুপচাপ বেরিয়ে যেতে পারবেন ব্যবহারকারীরা। শুধুমাত্র সংশ্লিষ্ট গ্রুপের অ্যাডমিনদের কাছে নোটিফিকেশন যাবে। আগের মতো গ্রুপের সকলের কাছে সেই নোটিফিকেশন যাবে না। যা ফিচার্স চলতি মাস থেকেই চালু হয়ে যাবে। (ছবিটি প্রতীকী, গ্রাফিক্স সৌমিক মজুমদার)
5/6‘View Once Messages’-এ স্ক্রিনশট নিতে দেবে না হোয়্যাটসঅ্যাপ। যাতে স্থায়ী ডিজিটাল প্রমাণ রাখা না যায়। মেটার বক্তব্য, সেই ফিচার্সেরফলে সুরক্ষার বাড়তি স্তর যোগ করা হবে। আপাতত সেই ফিচার্স নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে এবং শীঘ্রই তা চালু হয়ে যাবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)
6/6হোয়াটসঅ্যাপের তরফে জানানো হয়েছে, কারা আপনাকে অনলাইন দেখতে পাবেন বা দেখতে পাবেন না, তা নিয়ন্ত্রণ করতে পারবেন ব্যবহারকারীরা। (ছবিটি প্রতীকী, সৌজন্যে