স্মার্টফোনের ব্যবসায় ঝাঁপ ফেলছে LG । আগামী ৩১ জুলাইয়ের পর বন্ধ হয়ে যাবে বিক্রি। তাই দামী ফ্ল্যাগশিপ ফোনের স্টক ক্লিয়ার করতে অবিশ্বাস্য ছাড়ের ঘোষণা করল সংস্থা।
LG Wing স্মার্টফোনটি বাজারে এসেছিল যখন, দাম ছিল প্রায় ৬৯,৯৯০ টাকা। এবার সেই স্মার্টফোনেরই দাম প্রায় ৪০,০০০ টাকা কমিয়ে দেওয়া হয়েছে। ফ্লিপকার্টে ২৯,৯৯৯ টাকায় পাবেন এই স্মার্টফোন।
ফ্লিপকার্টে বুধবার দুপুর পর্যন্ত এই ফোন Coming Soon হিসাবে দেখাচ্ছে। তবে, মনে করা হচ্ছে খুব শীঘ্রই শুরু হবে বিক্রি।
LG Wing-এর অন্যতম বৈশিষ্ট্য নিঃসন্দেহে এর ডুয়াল ডিসপ্লে। তাই প্রিমিয়াম সেগমেন্টের স্মার্টফোন সস্তায় কিনতে হলে এটা একটা বড় সুযোগ।
এক নজরে দেখে নিন LG Wing-এর স্পেসিফিকেশন :
RAM : 8 GB
Internal Memory : 128 GB
Processor : Qualcomm Snapdragon 765G,
Octa Core
ব্যাটারি : 4,000 mAh (25 W ফাস্ট চার্জিং)
ডিসপ্লে : 6.8-inch FHD+
নেটওয়ার্ক : 5G, 4G VOLTE, 4G, 3G, 2G
রিয়ার ক্যামেরা : 64MP প্রাইমারি সেন্সর + 13MP+ 12MP
ফ্রন্ট ক্যামেরা : 32MP
সফটওয়্যার : Android 10
LG স্মার্টফোনে কাস্টমার কেয়ার/সার্ভিস মিলবে?
হ্যাঁ। স্মার্টফোন উৎপাদন বন্ধ হলেও উপভোক্তা পরিষেবা চালু রাখবে সংস্থা।