বাংলা নিউজ > টেকটক > LML Star: ই-স্কুটার নিয়ে ফের বাজারে ফিরছে LML! লঞ্চ ৩টি নতুন মডেল

LML Star: ই-স্কুটার নিয়ে ফের বাজারে ফিরছে LML! লঞ্চ ৩টি নতুন মডেল

ছবি: এলএমএল (LML)

সময়ের সঙ্গে বাজাজ, হিরো, টিভিএস-এর ভিরে হারিয়ে যায় LML। তবে ফের নয়া রূপে প্রত্যাবর্তনে তৈরি সংস্থা। যুগের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে ইলেকট্রিক স্কুটারের বাজারে আসছে সংস্থা। ইতিমধ্যেই LML Star নামে এক নয়া স্কুটার প্রকাশিত হয়েছে। শুরু হয়েছে বুকিং।

৮০-র দশকে মধ্যবিত্তের অন্যতম বড় সঙ্গী ছিল LML-এর স্কুটার। কিন্তু সময়ের সঙ্গে বাজাজ, হিরো, টিভিএস-এর ভিরে হারিয়ে যায় LML। তবে ফের নয়া রূপে প্রত্যাবর্তনে তৈরি সংস্থা। যুগের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে ইলেকট্রিক স্কুটারের বাজারে আসছে সংস্থা। ইতিমধ্যেই LML Star নামে এক নয়া স্কুটার প্রকাশিত হয়েছে। শুরু হয়েছে বুকিং। আগ্রহী ক্রেতারা সংস্থার ওয়েবসাইট থেকে বুকিং করতে পারবেন। তবে, এখনও স্কুটারের দাম এবং পাওয়ারট্রেনের বিষয়ে খুব বেশি তথ্য দেয়নি সংস্থা। ফলে তার জন্য আরও কয়েকদিন অপেক্ষা করে যাওয়ায় শ্রেয়। আরও পড়ুন: Harmful Apps: অ্যান্ড্রয়েড ফোন থাকলে এই ৫টি অ্যাপ থেকে সাবধান! হারাবেন সর্বস্ব

LML জানিয়েছে, স্টার ইলেকট্রিক স্কুটারে আরামদায়ক যাতায়াতের সুবিধা মিলবে। তবে তার মানে এই নয় যে খুব সাদামাটা রাইডিং হবে। সংস্থার দাবি স্পোর্টি রাইডের কথা মাথায় রেখে এটি বানানো হয়েছে। থাকছে অ্যাডজাস্টেবল সিটিং, ইন্টারঅ্যাক্টিভ স্ক্রিন, লাইট সেনসিটিভ হেডল্যাম্প এবং শক্তপোক্ত কাঠামো। স্কুটারটিতে হ্যাপটিক ফিডব্যাক এবং LED আলোর মতো ফিচার্সও দেওয়া হয়েছে।

মজার বিষয় হল, LML স্টার রিজার্ভ করার জন্য কাউকে এক পয়সাও দিতে হবে না। সংস্থার এমডি এবং সিইও ডঃ যোগেশ ভাটিয়া বলেন, 'আনন্দের সঙ্গে জানাই, আমাদের ফ্ল্যাগশিপ প্রোডাক্ট, এলএমএল স্টারের বুকিং শুরু হয়েছে। আমরা নিশ্চিত যে এলএমএল স্টার আমাদের গ্রাহকদের ইলেকট্রিক গাড়ির প্রতি ক্রমবর্ধমান আগ্রহ এবং প্রত্যাশা পূরণ করবে।' তাঁর দাবি, একজন আধুনিক রাইডার ঠিক যা যা চান, সেই প্রতিটি দিক মাথায় রেখেই এই স্কুটারটি বানানো হয়েছে।

এটি ছাড়াও এলএমএল আরও দু'টি স্কটার লঞ্চ করবে। মুনশট নামের একটি একেবারে নতুন ডিজাইনের ইলেকট্রিক বাইক আনতে চলেছে। ভারতে এর আগে ইলেকট্রিক ডার্ট বাইক বাজারে আনেনি কোনও সংস্থা। LML জানিয়েছে, এতে হাইপার মোড থাকবে। অ্যাক্সেলারেশনও ভাল রাখা হবে বলে দাবি সংস্থার। আরও পড়ুন: মাত্র ৩৫ হাজার টাকায় নতুন ই-স্কুটার আনলেন IIT-Delhi-র প্রাক্তনীরা

এছাড়াও রয়েছে এলএমএল ওরিয়ন। এটি একটি বৈদ্যুতিক ‘হাইপারবাইক’ বলে মার্কেট করছে সংস্থা। শহরের মধ্যে দ্রুত রাইডের কথা মাথায় রেখে এটি বানানো হয়েছে। ইলেকট্রিক সাইকেলের বাজারে এটি আনা হয়েছে।

বন্ধ করুন