ফেসবুক বানিয়ে টাকার খেলা দেখাচ্ছেন মার্ক জুকারবার্গ। এখন জুকারবার্গের নেট মূল্য লাফিয়ে উঠে গিয়েছে ২০৬ বিলিয়ন ডলারে। ভারতীয় মুদ্রার হিসাবে সেই অঙ্ক হল ১৭,২৯৫,৩৮৮,৩৭৬.০০ টাকা। মেটার দুর্দান্ত পারফরম্যান্স, এআই, এআর-এ কোম্পানির উন্নয়ন খাতে বাড়তে থাকা বিনিয়োগ, জুকারবার্গের মোট সম্পত্তির অঙ্ক বাড়িয়ে দিয়েছে।
আরও পড়ুন: (NASA Asteroid Alert: পৃথিবীর দিকে এগিয়ে আসছে একের পর এক গ্রহাণু! সেপ্টেম্বরের আকাশে কি বিপদ লুকিয়ে?)
ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স অনুসারে, অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসকেও পেছনে ফেলে বিশ্বের দ্বিতীয় ধনী ব্যক্তি হয়ে উঠেছেন ফেসবুকের মূল কোম্পানি মেটা প্ল্যাটফর্মের সিইও মার্ক জুকারবার্গ। বেজসের বর্তমান নেট মূল্য ২০৫.১ বিলিয়ন ডলার। যদিও, টেসলার এলন মাস্ক এখনও ২৫৬.২ বিলিয়ন ডলারের সম্পদ নিয়ে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির মুকুট পরেই রয়েছেন।
আরও পড়ুন: (Mysterious Radio Signal: মহাকাশ থেকে ভেসে আসছে কোন গোপন বার্তা? ৮ বিলিয়ন বছর পরে এল নতুন রেডিও সিগন্যাল)
এ বছর আয়ের দিক থেকে সবাইকে ছাড়িয়ে গিয়েছেন জুকারবার্গ
চলতি বছরে আয়ের দিক থেকে সবাইকে পেছনে ফেলেছেন মেটা সিইও। ২০২৪ সালে, মার্ক জুকারবার্গের সম্পদ ৭৮ বিলিয়ন ডলার বেড়েছে, যা ব্লুমবার্গ সূচকে ৫০০ জন ধনী ব্যক্তির চেয়ে বেশি। প্রাথমিকভাবে মেটাতে জুকারবার্গের ১৩ শতাংশ শেয়ার রয়েছে, যার মূল্য এখন প্রায় ৩৪৫.৫ মিলিয়ন। তাঁর মোট সম্পদ ব্যাপকভাবে বাড়তে সাহায্য করেছে মেটাই।
জুকারবার্গের এই দ্রুত উত্থান তাঁকে ওরাকলের ল্যারি এলিসন এবং মাইক্রোসষ্টের প্রাক্তন সিইও বিল গেটস এবং স্টিভ বালমারের মতো অন্যান্য টেক জায়ান্টদের থেকেও এগিয়ে রেখেছে।
আরও পড়ুন: (মাত্র ৫ লক্ষ টাকায় লঞ্চ করল Maruti Suzuki WagonR গাড়ির বিশেষ ভার্সন, ফিচারে বড় বড় চমক)
২০২৪ সালে স্টক মার্কেটে মেটা কীভাবে পারফর্ম করছে
প্রসঙ্গত, ২০২৪ সালে, মার্ক জুকারবার্গের ক্রমবর্ধমান সম্পদ এবং বিনিয়োগকারীদের প্রবল আগ্রহের কারণে বছরের শুরু থেকে মেটার স্টক প্রায় ৭০ শতাংশ বেড়েছে। কোম্পানিটি তার বিক্রয় বৃদ্ধির মূল কারণ হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তায় বিনিয়োগকে তুলে ধরেছে। এই মুহূর্তে, মেটা ভার্চুয়াল এবং অগমেন্টেড রিয়েলিটি প্রযুক্তিতে বিলিয়ন বিলিয়ন বিনিয়োগ করছে। কোম্পানির প্রধান বিজ্ঞাপন ব্যবসা ভালো চলছে বলে, এটি এখন বিনিয়োগকারীদের উল্লেখযোগ্য সমর্থন পাচ্ছে।