খোদ ফেসবুকের সিইও মার্ক জুকারবার্গও এক ধাক্কায় ১১.৯ কোটি ফলোয়ার হারিয়েছেন। অবস্থা এমনই যে তাঁর মোট ফলোয়ারের সংখ্যা মাত্র ১০ হাজারে নেমে এসেছে।
1/4হঠাত্, অজানা কারণে কমে যাচ্ছে ফেসবুকের ফলোয়ার সংখ্যা। এমনই অভিযোগ করেছেন বেশ কিছু ফেসবুক ব্যবহারকারী। ফাইল ছবি: রয়টার্স (Bloomberg)
2/4শুধু তাঁরাই নয়, খোদ ফেসবুকের সিইও মার্ক জুকারবার্গও এক ধাক্কায় ১১.৯ কোটি ফলোয়ার হারিয়েছেন। অবস্থা এমনই যে তাঁর মোট ফলোয়ারের সংখ্যা মাত্র ১০ হাজারে নেমে এসেছে। (ছবি সৌজন্য ব্লুমবার্গ) (Bloomberg)
3/4একই অভিজ্ঞতা লেখিকা তসলিমা নাসরিনেরও। তিনি টুইটে জানিয়েছেন যে, তাঁর ফেসবুকে ৯০ হাজার ফলোয়ার ছিল। এখন মাত্র ৯ হাজার ফলোয়ার রয়েছে। ফাইল ছবি: টুইটার (Bloomberg)
4/4মার্ক জুকেরবার্গের মেটা লোগো।(Photo by Kirill KUDRYAVTSEV / AFP) (Bloomberg)