Alto K10: গত বছরের পুরনো মডেলের তুলনায় বিত্রি প্রায় ২২ শতাংশ বেড়েছে। আগের বছর অক্টোবরে ১৭,৩৮৯ ইউনিট অল্টো বিক্রি হয়েছিল। ফলে নতুন, সময়ের উপযোগী মডেল এনে লাভ হয়েছে মারুতি সুজুকির।
1/5নতুন মডেল আনতেই বাজিমাত। অক্টোবরে দেশের সবচেয়ে বেশি বিক্রি হওয়া গাড়ির স্থান পেল মারুতির নতুন Alto K10। গত মাসে মোট ২১,২৬০ ইউনিট অল্টো কে টেন বিক্রি হয়েছে। ছবি-পিটিআই (PTI)
2/5গত বছরের পুরনো মডেলের তুলনায় বিত্রি প্রায় ২২ শতাংশ বেড়েছে। আগের বছর অক্টোবরে ১৭,৩৮৯ ইউনিট অল্টো বিক্রি হয়েছিল। ফলে নতুন, সময়ের উপযোগী মডেল এনে লাভ হয়েছে মারুতি সুজুকির। ফাইল ছবি: পিটিআই (PTI)
3/5নয়া প্রজন্মের কথা মাথায় রেখে এই নতুন অল্টোর লুক অনেকটাই বদল এনেছে মারুতি। অদরকারি ক্রোম, কার্ভের ব্যাপার নেই। ফলে নতুন প্রজন্মের গাড়ি ক্রেতাদের পছন্দ হতে বাধ্য। ছবি-পিটিআই (PTI)
4/5Alto K10 STD MT ভেরিয়েন্টের দাম ৩.৯৯ লক্ষ টাকা। LXI MT ভেরিয়েন্টের দাম ৪.৮১ লক্ষ টাকা, VXI MT ভেরিয়েন্টের দাম ৪.৯৯ লক্ষ টাকা। VXi+ MT ভেরিয়েন্টের দাম ৫.৩৩ লক্ষ টাকা। VXi ATভেরিয়েন্টের দাম ৫.৪৯ লক্ষ টাকা। VXi+ AT ভেরিয়েন্টের দাম ৫.৮৩ লক্ষ টাকা। সমস্ত দাম-ই এক্স শোরুম। ছবি-পিটিআই (PTI)
5/5নতুন Alto K10-এর একই সেগমেন্টে ক্রেতারা Renault Kwid-এর কথাও মাথায় রাখেন। রেনল্টের এই এন্ট্রি লেভেল হ্যাচব্যাকের দাম ৪.৬৪ লক্ষ- ৫.৯৯ লক্ষ টাকা। নতুন Alto K10-এর দাম Alto 800-এর থেকে (৩.৩৯ লক্ষ-৫.০৩ লক্ষ টাকা) বেশি। ছবি-পিটিআই (PTI)