বাংলা নিউজ > টেকটক > Alto K10: ডিজাইন বদলাতেই ফের দেশের সবচেয়ে বেশি বিক্রি হওয়া গাড়ি অল্টো

Alto K10: ডিজাইন বদলাতেই ফের দেশের সবচেয়ে বেশি বিক্রি হওয়া গাড়ি অল্টো

Alto K10: গত বছরের পুরনো মডেলের তুলনায় বিত্রি প্রায় ২২ শতাংশ বেড়েছে। আগের বছর অক্টোবরে ১৭,৩৮৯ ইউনিট অল্টো বিক্রি হয়েছিল। ফলে নতুন, সময়ের উপযোগী মডেল এনে লাভ হয়েছে মারুতি সুজুকির।

অন্য গ্যালারিগুলি