বাংলা নিউজ > টেকটক > হাত মিলিয়ে নতুন SUV আনছে Maruti Suzuki ও Toyota, নজর ‘হাইব্রিড পাওয়ারে’

হাত মিলিয়ে নতুন SUV আনছে Maruti Suzuki ও Toyota, নজর ‘হাইব্রিড পাওয়ারে’

ফাইল ছবি: টুইটার (Twitter)

এর আগেও মারুতি সুজুকি ও টয়োটা হাত মিলিয়েছে। যৌথ পরিকল্পনায়, মারুতি সুজুকির বালেনো (Baleno) গাড়িটি গ্ল্যানজা (Glanza) নামে মার্কেট করে টয়োটা। অন্যদিকে কমপ্যাক্ট এসইউভি মারুতি ব্রেজাকে (Brezza) ‘আরবান ক্রুজার’ (Urban Cruiser) নামে রিব্যাজ করে টয়োটা।

দেশের দুই নামজাদা গাড়ি নির্মাতা। মারুতি সুজুকি এবং টয়োটা। এবার একসঙ্গে নতুন SUV আনতে চলেছে তারা।

এর আগেও মারুতি সুজুকি ও টয়োটা হাত মিলিয়েছে। যৌথ পরিকল্পনায়, মারুতি সুজুকির বালেনো (Baleno) গাড়িটি গ্ল্যানজা (Glanza) নামে মার্কেট করে টয়োটা। অন্যদিকে কমপ্যাক্ট এসইউভি মারুতি ব্রেজাকে (Brezza) ‘আরবান ক্রুজার’ (Urban Cruiser) নামে রিব্যাজ করে টয়োটা।

এবার আরও একটি নতুন গাড়ি আনার বিষয়ে পরস্পরের সঙ্গে হাত মেলাল দুই সংস্থা। সূত্রের খবর, এবার একসঙ্গে একটি SUV প্রকাশ করবে দুই সংস্থা। গাড়িটি ডেভেলপ করবে মারুতি সুজুকি।

গাড়িটিকে হাইব্রিড প্রযুক্তির প্রয়োগ করা হবে। টয়োটা হাইড্রার নামে গাড়িটি ১ জুলাইয়ের একটি ইভেন্টে ঘোষণা করা হবে।

একদিকে মারুতি সুজুকির নির্ভরযোগ্যতা। অন্যদিকে টয়োটার ফিট-অ্যান্ড-ফিনিশ। এই দুইয়ের সমন্বয়ে হুন্ডাই ক্রেটা, কিয়া সেলটস, টাটা হ্যারিয়ারের মতো জনপ্রিয় মিড-সাইজড এসইউভিকে টেক্কা দিতে চাইছে মারুতি ও টয়োটা। গাড়িটি আগামী অগস্ট থেকে মারুতি সুজুকির কর্ণাটকের টিকেএম প্লান্টে উত্পাদন শুরু হবে। ইতিমধ্যেই এক প্রেস বিবৃতির মাধ্যমে এ বিষয়ে জানিয়েছে মারুতি সুজুকি।

বন্ধ করুন