মারুতি ব্রেজা(Maruti Brezza)-কে নতুন রূপে ফের লঞ্চ করা হল। বর্তমান কমপ্যাক্ট SUV-র ট্রেন্ড মাথায় রেখেই নতুন রূপে ফিরিয়ে আনা হল মারুতির জনপ্রিয় গাড়িটি।
আরও পড়ুন: Cheapest Car: ৪ লাখ টাকারও কমে নতুন গাড়ি চাই? রইল তালিকা
Maruti Suzuki শীঘ্রই Vitara Brezza-র নতুন জেনারেশনের মডেল লঞ্চ করতে পারে। নতুন ব্রেজায় এসইউভি-র ডিজাইনে ব্যাপক পরিবর্তন আনা হচ্ছে বলে জানা গিয়েছে। বর্তমানে এটি টেস্টিংয়ের পর্যায়ে রয়েছে। সম্প্রতি, একটি রোড টেস্টের সময়ে নতুন ফেসলিফট দেখা গিয়েছে।
আরও পড়ুন : Baleno 2022: লঞ্চের এক মাসের মধ্যেই ৫০,০০০ পার করল বুকিং
ভিডিয়োতে, নতুন-জেনারেশনের ব্রেজাতে নতুন ডিজাইনের অ্যালয় হুইল এবং একটি রিডিজাইন করা ফ্রন্ট গ্রিল দেখা গিয়েছে। নতুন গ্রিল-সহ একটি আপডেটেড বাম্পার এবং এল-শেপ-এর ডিআরএল রয়েছে।
নতুন ফ্রন্ট ফেন্ডার এবং রিডিজাইন করা হুডের কারণে একটু ফ্রেশ লুক এসেছে নতুন মডেলে। তার পাশাপাশি নতুন টেললাইট, নতুন টেলগেট এবং আগের তুলনায় একটি ভিন্ন ডিজাইনের রিয়ার বাম্পার দেওয়া হয়েছে। নতুন Maruti Brezza 2022-এর ইন্টেরিয়র ফিচার্স এবং সিকিউরিটিরও আপডেট করা হয়েছে। তবে এসবের কারণে নতুন ব্রেজার দাম কিছুটা বাড়বে বলে মনে করা হচ্ছে।
ইঞ্জিন, ট্রান্সমিশনের দিক থেকে বড়সড় কোনও পরিবর্তন আসবে না বলে মনে করা হচ্ছে।
নতুন Maruti Brezza 2022-এ আগের মতো একই 1.5L পেট্রল ইঞ্জিন থাকছে